१०९ ভক্তিরত্নাকর । [ দ্বাদশ তরঙ্গ । স্তুতি তাছা কহনে না যায় ৷ ভকত বৎসল কোলদেব বিপ্ৰ প্রতি । কহয়ে মধুর বাক্য হৈয়া হর্ষ অতি ॥ হইবেক পূর্ণ মনে যে আছে তোমার । দেখিবা এ নবদ্বীপে অদ্ভুত বিহার ঐছে কহি অনুগ্রহ করিয়া ব্রাহ্মণে । অন্তৰ্দ্ধান হৈলা কেলদেব কতক্ষণে ॥ প্রভু-গদর্শনে বিপ্র ব্যাকুল হৃদয় । স্থির হৈয়৷ প্রভু-আজ্ঞা মনে বিচারয় আজ্ঞা হৈল নবদ্বীপে দেখিলে বিহার । নবদ্বীপে প্রভূর কিরূপ তব 1র ॥ চিন্তে বিপ্র লইয়া বেদাদি শাস্ত্ৰগণে । বেদাদি শাস্ত্রার্থ প্রকাশয়ে মনে মনে ॥ এই কলি প্রথমে ধরিয়া গেীরবর্ণ। নবদ্বীপে বিপ্রবংশে চলে অবতীর্ণ ॥ প্রকাশিব ব্রহ্মদি-দুল্লভ সঙ্কীৰ্ত্তন । করিব প্রদান দীনহীনে ভক্তিধন ॥ অস্বীদিব ব্রজপ্রেম রসের পাথর । ভক্তভাবে করিব সন্ন্যাস অঙ্গীকার ॥ ঐছে বিচারিয়৷ পিপ্র চাহে চারি পানে । দেখি অপ্রকৃত ভূমি কহে গেদ মনে ॥ প্রভুর পরম প্রিয় নবদ্বীপ ধাম । শস্ত্রে ব্যক্ত তথাপি নাহিল মৰ্ম্ম জ্ঞান। নবদ্বীপ মোরে অনুগ্রহ কি করিব। প্ৰভু অবতীর্ণ কালে এথা কি জন্মিল ; এত কহি বিপ্ৰ ভাসে নয়নের জলে । হইল আকাশবাণী জন্মিলে সে কালে ॥ শুনিয়া বিপ্রের তাতি আনন্দ অন্তর । প্রতুগুণে মগ্ন হইলেন নিরস্তর ॥ ওহে শ্ৰীনিবাস ইছ সৰ্ব্বত্র বিদিত। শুনিলু প্রাচীনযুগে কহিলু কিঞ্চিৎ ৷ পৰ্ব্বতপ্রমাণ কোল বিপ্রে দেখা দিল। এই হেতু কোলদ্বীপ পৰ্ব্বতীখ্য হৈল ॥ এস্থান দর্শন নাশে সর্বে অমঙ্গল । মিলয়ে
পাতা:ভক্তিরত্নাকর.djvu/৭৪০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।