পাতা:ভক্তিরত্নাকর.djvu/৭৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ তরঙ্গ । ভক্তিরত্নাকর। 99 দুলভ প্রেমভক্তি স্থনিৰ্ম্মল। এধ বাস কৈলে পূর্ণহয় অভিলাষ । নবদ্বীপে দেখে গৌরচন্দ্রের পিলাস ॥ ঐছে কত কহি চলে কোলদ্বীপ হৈতে। প্রভুর বিলাসস্থান দেখিতে দেখিতে ॥ সমুদ্রগড়ি গ্রামের নিকটে গিয়া কয় । দেখ শ্ৰীনিবাস এ সমুদ্রগড়ি হয় ৷ বিজ্ঞগণে শ্ৰীসমূদ্রগতি নাম কয় । এথা গঙ্গাসমুদ্রপ্রসঙ্গ সুখমণ ॥ গঙ্গ শ্রয় করিয়া সমুদ্র গতি এথা। লোকে যে প্রসিদ্ধ শুন কহিয়ে সে কথা ৷ এক দিন সমুদ্র কহেন গঙ্গা প্রতি । জগতে কোমার সম নাই ভাগবতী ॥ পূৰ্ণব্রহ্ম শ্ৰীগৌরসুন্দর নদীয়ায়। করবেন প্রকট বিহার সবে গায় । তোমার তীরেতে হবে অশেষ অtণনদ । গণসহ সদা বিলসিল গৌরচন্দ্র ৷ ব্রজে জলক্রীড়া গৈছে করে যমুনায়। তৈছে ক্রীড়া করিবেন প্ৰভু গৌরবায় শুনিয়া জাহ্নবী নিজ অন্তর প্রকাশে । সমুদের প্রতি কহে শুমধুর ভীমে ৷ মোর যে দুর্ভাগ্য তা কহিব কার কাছে । সুখ দিয়া প্ৰভু মহাদুঃখ দিব পাছে ॥ করিপ গন্ন্যাস প্রস্তু চাপি নদীয়া। লেমীর তীরেতে বাস করিলেন গিয় ॥ পরম অদ্ভূত লীলা তথা প্রকাশিপ। নিরন্তর তোমার আনন্দ বঢ়াইব ॥ নে মীর সৌভাগ্য গাইবেক সর্ববজন । তাহ! না ক"হয়! করে মেরে বিড়ম্বন ॥ সমুদ্র কহেন তথা যে কহিলা বটে ; দেখিব সন্ন দিবেশ যাতে প্রাণফাটে । সোঙরিতে সে লেশ কি করে জনি হিয়া । তোমার অtশ্রয় তেঞি লইলু অনিয়া । তুমি দেখাইব। এই নদীয়ানগরে।