পাতা:ভক্তিরত্নাকর.djvu/৭৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

98 ভক্তিরত্নাকর। [ छलिभं उज्ञत्र ! ভুবনমোহন গৌরচন্দ্ৰ নটবরে ৷ তিলে তিলে প্রিযুগণে রচিব হবেশ । কেবা না ভুলিব দেখি সে র্চচর কেশ ॥ যৈছে প্ৰভু তৈছে তার প্রিয় সঙ্গিগণ । তোমা হৈতে হবে তা সবার সন্দশন ॥ ঐছে দোহে কহি কত চিন্তে মনে মনে । প্রভু অবতীর্ণ বা হুইব কত দিনে ॥ ওহে শ্ৰীনিবাস গঙ্গা সিন্ধু এই খানে । সদাই অধৈৰ্য্য গৌরচন্দ্রের ধিয়ানে ॥ স্বরধুনী সমুদ্রের উৎকণ্ঠতিশয় । জানিল প্রভুর হৈল প্রকট সময় ॥ প্রকট সময় সর্বমতে সুলক্ষণ । চন্দ্রগ্রহণের ছলে শ্রীনামকীৰ্ত্তন ॥ নবদ্বীপ ভূমি হৈল মহাতেজোময়। শোভাবধি জগন্নাথমিশ্রের ভালয় ॥ অতিশয় মঙ্গলামঙ্গল গেল দূরে ৷ ভীসয়ে সকল লোক আনন্দ সীয়রে ॥ বিবিধ প্রকারে স্তুতি করে ঋষিগণ । ব্রহ্মদি দেলেও করে পুষ্প বরিষণ ॥ হইতে প্রকট প্রভু শচীর তনয় । প্রভুর প্রকট ধ্বনি ভুবনে ব্যাপয় ॥ প্রভু প্রকটাদি লীলা দেখিলার তরে । চিত্তোদ্বেগে সিন্ধু কত কহিল গঙ্গারে ॥ গঙ্গাশ্রয় করিয়া আইলে নিতি নিতি । দেখে গৌরচন্দ্রের বিহার রঙ্গে মাতি ॥ এক দিন সমুদ্র নিৰ্ম্মল গঙ্গাকুলে। গণসহ গৌরচন্দ্রে দেখি বৃক্ষমূলে ॥ দিব্য সিংহাসনে বিলসয়ে গৌরহরি। রূপে কোটি কন্দপের দৰ্প চূর্ণ করি। কুঙ্কুম কনক নহে রূপের উপমা । ভুবন ভুলয়ে দেখি কেশের সুষম ॥ বদনচন্দ্রগী কোটিচন্দ্র মদনশে । বীরয়ে অমিয়। সদা মন্দ মন্দ হাসে । জাকৰ্ণ পৰ্য্যন্ত নেত্র ভঙ্গি মনোহর। আজানুলম্বিত ভুজ বগী