পাতা:ভক্তিরত্নাকর.djvu/৭৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ बन° उब्रत्र । ভক্তিরত্নাকর । ૧.૭૧ ফাদ ॥ মেত্রে বাহু বক্ষের উপমা নাই দিতে। জগৎ মোহিত করে সর্বtঙ্গ-ভঙ্গিতে ॥ শোভা দেখি বিপ্র মহা-উল্লসিতমনে । করিল অনেক স্তুতি পড়িয়া চরণে ॥ বিপ্রে কৃপা করি প্রভু আদর্শন হৈতে মুছিত হইয়া বিপ্ৰ পড়িলা ভূমিতে ॥ কতক্ষণে চেতন পাইয়া বিপ্র রায় । অনুরাগে হইলেন উন্মাদের প্রায় । চম্পককুসম প্রতি কহে বেরি বেরি । তুমি স্বরাইল মোরে গৌর-অবতরি ॥ চম্পক প্রশংসা বাক্য-ঘটা হট্টমতে । চম্পকহট্টাখ্যা হৈল প্রসিদ্ধ লোকেতে ॥ প্রভুর ইচ্ছায় বিপ্ৰ সুস্থির হইল। আজ্ঞ হৈল হবে পূর্ণ মনে যে করিলা ॥ শুনি মহানন্দে বিপ্র প্রভুগুণ গায় । সদা চিন্তে প্রভুরে দেখিব নদীয়ায় ॥ প্রভু প্রিয় বিপ্রের শুনিমু যে যে ক্রিয়া । সে সকল কহিতে নারিস্তু বিস্তারিয়া ॥ এই চম্পাঙ্কটে গণসনে । বিছরয়ে যৈছে তা বর্ণিব কুন জনে ॥ এই বিপ্র বাণীনাথের আলয় । যেহেঁ। গৌরাঙ্গের অতিপ্রিয় প্রেমময় ॥ তথাহি শ্ৰীগৌরগণোদেশ দীপিকায়াং ৷ বাণীনাথদ্বিজশ্চম্পাহটবাসী প্রভোঃ প্রিয়ঃ ॥ ঐছে দেখাইয়া প্রভু প্রিয়গণ স্থান। চম্পাহট্ট গ্রাম হৈতে চলয়ে ঈশান ॥ রাতুপুর গ্রামের নিকট গিয়া কয়। দেখ ঋতুদ্বীপ এ পরম শোভাময় ॥ পূর্বে বৃহদগাম এবে গ্রাম নামমাত্র। এখা ছিল কৃষ্ণের অনেক ভক্তিপাত্র। রাতুপুর ( సెరి )