পাতা:ভক্তিরত্নাকর.djvu/৭৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

· Dr. ভক্তিরত্নাকর । [ वश् िडङ्गनि । প্রদেশ পরম চমৎকার। এথা গৌরাঙ্গের অতি অদ্ভুণ্ড বিছার ওহে শ্ৰীনিবাল ঋতুদ্বীপাখ্যা যে মতে । তাহা কছি যে কহয়ে প্রাচীন লোকেতে ॥ এথা ছয় ঋতু বর্ষ। শরং হেমন্ত। শিশির বসন্ত গ্রীষ্ম সবে মূৰ্ত্তিমন্ত ॥ কেহো কারু প্রতি কহে মধুর ভাষায় ৷ হইব প্রকট কৃষ্ণচন্দ্র নদীয়ায় ॥ কেহ কহে করিবেন অদ্ভূত বিহার । তিলে তিলে মোদ বাঢ়বেন মো সবার ॥ কেহ কহে ব্ৰজেন্দ্রনন্দন গৌরহরি । কতদিনে মোদ জন্মাইব অবতরি ॥ কেহ কহে কলির প্রথমে অবতার। ঐনারদ মুমি কৈল সৰ্ব্বত্র প্রচার ॥ কেহ কহে কহ অবতারের সময় । কেহ কহে বসন্তেচ ভাগ্য অতিশয় ॥ হইলা বসন্ত ঋতু হৰ্ষ অনিবার । আপনেই প্রশংসয়ে ভাগ্য আপনার ॥ ঋতুরাজ বসন্ত সহিত ঋতুগণ ৷ প্ৰভু অবতীর্ণ চিন্তা করে অমুক্ষণ ॥ ঋতুগণ বহু অভিলাষে আরাধয়। এ হেতু এ ঋতুদ্বীপ নাম পূৰ্ব্বে কয় ॥ বসন্তাদি ঋতু ছয়ে প্রভুর বিলাষ । এবে কি কহিব আগে হইব প্রকাশ ॥ এ স্থান দর্শনে সব তাপ দূরে যায়। দেখয়ে প্রভুর লীলা জন্মি নদীয়ায় ॥ এত কহি । ঐঈশান ঋতুদ্বীপ হৈতে । করিলা বিজয় বিদ্যানগরের পথে । খ্ৰীনিবাস নরোত্তম শ্রীরামচন্দেরে । কহে হুমধুর কথা উল্লাস অস্তরে ॥ দেখ বিদ্যানগর পরম সুশোভিত । বিদ্যানগরব্যাখ্যা যৈছে কহিয়ে কিঞ্চিৎ ॥ দেবসভামধ্যে বৃহস্পতি এক দিন। হইলা উদ্বিগ্ন ইহা কহয়ে প্রাচীন। বৃহস্পতি