পাতা:ভক্তিরত্নাকর.djvu/৭৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তিরত্নাকর। [ इंtभ* उद्भत्र । সবে বিদ্যাব্যবসায় ॥ প্রভু ক্রীড়া লাগি এখ। বিদ্যা প্রচারিল। এই হেতু জীবিদ্যানগর নাম হৈল ॥ সৰ্ব্ব সিদ্ধি এই বিদ্যানগর দর্শনে। ঘুচায়ে অবিদ্যা বিদ্যানগর শ্রবণে ॥ এই বিদ্যানগরে গৌরাঙ্গগণসঙ্গে । বিহরয়ে ভক্তের আলিয়ে মহারঙ্গে । এত কহি ঈশানঠাকুর ধীরে ধীরে । মনের উল্লাসে প্রবেশয়ে জান্নগরে ৷ শ্ৰীনিবাসে কহে দেখ গ্রাম জান্নগর। পূৰ্ব্বে জামদ্বীপ নাম কহে বিজ্ঞবর। যৈছে জান্নদ্বীপ নাম ব্যক্ত মহীভলে । তাহ কহি যে কহয়ে প্রাচীন সকলে ॥ জহমনি পরম আনন্দে এই খানে । দেখি নবদ্বীপশোভা বিচারয়ে মনে ॥ অন্য কলি হৈতে এই কলিযুগ ধন্য । যাতে অবতীর্ণ প্ৰভু শ্ৰীকৃষ্ণচৈতন্য ॥ সর্বাবতারের সর্ব প্রিয়গণ সনে। নবদ্বীপে অবতীর্ণ কলির প্রথমে ॥ ধরিব সে গৌরবর্ণ উপমার পার। হইব শ্ৰীঅঙ্গের ভঙ্গিমা চমৎকার ॥ নবদ্বীপে করিবেন অদ্ভুত বিলাষ । তাহ দেখি কি পূর্ণ হইবে অভিলাষ ॥ ঐছে বিচারিয়া মুনি মনের আনন্দে । অরিধিয়ে ভুবনমোহন গৌরচন্দ্রে ॥ মুদ্রিত নয়নে মুনি করিতে ধিয়ান । হৃদয়ে উদয় হৈলা প্ৰভু দয়াবান ॥ শ্যামল সুন্দর মূৰ্ত্তি ত্রিভুবন মোহে । ত্রিভঙ্গ-ভঙ্গিম শিরে শিথিপিন্থ শোহে ॥ করাবলম্বন বংশী বায় মন্দ মঙ্গ। ঝল মল করয়ে সুচারু মুখচন্দ্র ॥ ঐছে দেখি দেখে তারে সন্ন্যালি নবীন। দণ্ড কমণ্ডলু করে শিরে শিখাহীন ॥ পরিধেয় অরুণ কেীপীন বহিৰ্ব্বাস । অঙ্গতেজ জিনি কোটি সূর্য্যের