পাতা:ভক্তিরত্নাকর.djvu/৭৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ बांनभं छब्रत्र । ভক্তিরত্নাকর। Q8? প্রকাশ। ঐছে নিরখিয়া মুমিনারে স্থির হৈতে। নেত্র মেলিতেই তেহেঁ উদয় সাক্ষাতে ॥ সুচারু চাচর কেশে মাতায় ভুবন । বলমল করে নানা অঙ্গের ভূষণ ॥ জগং করয়ে আলো রূপের ছটায়। স্বর্ণাদি মলিন সে উপমা নহে তায় । অঙ্গ ভঙ্গি কোটি কন্দপের দপনাশে। দেখি মুনি হইলেন বিহ্বল উল্লাসে। দেখিয়া মুনির চেষ্টা প্ৰভু গৌরহরি। করিল মুনিরে স্থির অনুগ্রহ করি। মুনি মহানন্দে পড়ি প্রভু পদতলে। করিলেন পিক্ত পাদপদ্ম নেত্রজলে ॥ করিয়া অনেক স্তুতি রহিয়া সম্মুখে । সমপিল নেত্রদ্বয় প্রভুর শ্ৰীমুখে ॥ প্রভু আলিঙ্গন করি কহে বার বার। সৰ্ব্ব মনোরথ সিদ্ধি হইবে তোমার। ঐছে কত কহি প্ৰভু অন্তৰ্দ্ধান হৈলা। প্রভুর ইচ্ছায় মুনি ধৈর্য্যাবলম্বিল । আপনার সৌভাগ্য প্রশংসে মনে মনে হৈল মোর তপস্য। সফল এত দিনে ॥ ঐছে বিচারিয়া মুনি চাহে চারি ভিতে । কত সাধ নদীয়ার মহিমা কহিতে ॥ নিরস্তর নদীয়াচান্দের গুণ গায়। ধূলায় ধূষর সিক্ত নেত্রের ধারায় ॥ জন্তু মুনি মহানন্দে রহে এই খানে । এই হেতু জহ্ন দ্বীপ কহে বিজ্ঞগণে ॥ জহ্ন দ্বীপে শ্ৰীগৌরচন্দ্রের যে বিহার। সে সব ভাবিতে হিয়া বিদরে আমার ॥ এথা ছিল পুষ্পময় অপূৰ্ব্ব কানন । লোকে কহে শ্ৰীজহ মুনির তপোবন। এস্থান দর্শনে সব তাপ দূরে যায়। বাঢ়য়ে নিৰ্ম্মলভক্তি প্রভুর শ্ৰীপায় ॥ এত কহি জান্নগর হইতে ঈশান। চলিলেন মাউগাছি গ্রাম সমিধান ॥ মাউগাছি