পাতা:ভক্তিরত্নাকর.djvu/৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতয় তরঙ্গ। ] ভক্তিরত্নীকর । ৬৭ অতি-বিদিত সংসারে । গৃহ ছাড়ি আইলা তিঁহ কণ্টকনগরে ৷ পরম অপূর্ব বেশ কন্দপমোহন । তাহা ত্যাগ করি কৈল সন্ন্যাস গ্রহণ ॥ ঐকেশবভারতী সন্ন্যাস করাইল । স্ত্রীকৃষ্ণচৈতন্যনাম পণ্ডিতের ধুইলা ॥ দেখিয়া সন্ন্যাস কেহ ধৈর্য্য নাহি বান্ধে। চতুর্দিকে ব্যাকুল হইয়া লোক কন্দে ॥ রহিয়৷ গগন-পথে কান্দে দেবগণ। বিনা মেঘে বৃষ্টি লোক তর্কিল তখন ॥ গঙ্গাধর অধৈর্য্য সে কেশ আদর্শনে । হা চৈতন্য বলি ক্ষিপ্ত হৈলা সেই ক্ষণে ॥ সৰ্ব্বক্রিয়া-রহিত সদাই ঝরে আঁখি । কিরূপে হইবে ভাল উপায় না দেখি ॥ কেহ কহে ইহঁ চৈতন্যের দাস হয় । চৈতন্য করিবে ভাল এই মনে লয়। ঐছে কত কহি গঙ্গাধর-বিপ্রবরে। শ্রীচৈতন্যদাস বলি ডাকে বtরে বারে । শ্রীচৈতন্যদাস নাম শুনি আপনার । করয়ে উত্তর চিত্তে হর্ষ অনিবার ॥ গঙ্গাধর পূৰ্ব্ব নাম কেহ নাহি কয় । শ্রীচৈতন্যদাস বলি সকলে ডাকয় ৷ এইরূপে হৈল নাম শ্রীচৈতন্যদাস। কত দিনে স্থির হৈয়া কৈল গ্রামে বাস ॥ চtখন্দিগ্রামের অতিপ্রাচীন ব্রাহ্মণ। র্তার মুখে এ সকল করিল শ্রবণ ॥ (চৈতন্তদাসের অলৌকিক ভক্তিক্রিয়া। তৈছে তার পত্নী পতিব্ৰতা লক্ষীপ্রিয়া ॥ অপুত্ৰক কিন্তু নাই কোনই বাসনা। প্রভুর ইচ্ছাতে হৈল পুত্রের কামনা ৷ শ্ৰীচৈতন্যদাস-বিপ্র কহে পত্নী স্থানে। অকস্মাৎ পুত্রের কামনা হৈল কেনে ॥ হয়েছে উদ্বিগ্ন চিত্ত পুত্রের লাগিয়া। কিরূপে হুইব স্থির কহ বিচা