পাতা:ভক্তিরত্নাকর.djvu/৭৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१8२ . ভক্তিরত্নাকর। [ দ্বাদশ তরঙ্গ । প্রদেশের শোভা নিরখিয়া । শ্ৰীনিবাস প্রতি কহে ঈষৎ হাসিয় ॥ এই মাউগাছি গ্রাম লোকেন্তে প্রচার । মোদক্রম দ্বীপ নাম পূর্বে সে ইহার ॥ মোদভ্রম দ্বীপ নাম যৈছে ব্যক্ত হৈল । তাছ কহি প্রাচীনের মুখে যে শুনিল ॥ পালিতে পিতার সত্য কৌশল্য তনয়। অযোধ্যা ছাড়িয়া বনে করিলা বিজয় । ছাড়ি রাজবেশ প্রভু মহানন্দ মনে । জানকী লক্ষণ সহ ভ্ৰমে বনে বনে ॥ অতি স্তকোমল পদে যে পথে চলয়ে । সে পথ কোমল হয় কিছু না বাজয়ে । বাত বৰ্ষ সূৰ্য্যাতপ সদা অনুকূল। অদ্ভুত ভ্রমণলীলা ভুবনে অতুল ॥ নানা দেশ বাসী স্ত্রী পুরুষ আদি যত দেখি রামচন্দ্র শোভা সবেই উন্মত ॥ যে যে বন পৰ্ব্বতাদি স্থানে কৈল স্থিতি হৈল মহাতীর্থ সে সে স্থানে ব্যক্ত কীৰ্ত্তি ॥ এথা হৈতে উত্তর দিশায়ু কথোদৃরে ছিলেন শীরামচন্দ্ৰ পৰ্ব্বত গহ্বরে । অদ্যপিছ লোক যাত্রা সেই খানে হয় । সে স্থান দর্শনমত্রে সর্বদুঃখ ক্ষয় ॥ ওহে শ্ৰীনিবাস ঐছে ভ্ৰমিতে ভ্ৰমিতে। আইসেন এথ যৈছে উপম| কি দিতে ॥ অগ্রে রামরাজা দশরথের নন্দন । মধ্যে শ্ৰী জানকী পাছে ঠাকুর লক্ষণ ॥ শ্রীরাম জানকী লক্ষণের শোভা দেখি। আনের কা কথা মহামুগ্ধ পশু পাখী ॥ ব্ৰহ্মাদির বন্দ্য রাম রাজীবলোচন। চতুর্দিকে চাহি চলে গজেন্দ্র গমন । কথোদুর হৈতে নবদ্বীপ-পানে চায়। মন্দ মন্দ হাসে অতি কৌতুক হিয়ায় ॥ স্ত্রীরামচন্দের দেখি সহাগ্য