পাতা:ভক্তিরত্নাকর.djvu/৭৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ তরঙ্গ । ভক্তিরত্নাকর। 89 বদন । জিজ্ঞাসে জীন কী কহ হাস্যের কারণ ॥ শুনি ঐসীতার প্রৌঢ় বাক্য রসাবেশে । কহয়ে জানকী প্রতি সুমধুর ভাষে ॥ দ্বাপরের পরে কলিযুগের প্রথমে । হবে মহাকৌতুক এ নবদ্বীপ গ্রামে। নবদ্বীপে করি অতি অদ্ভুত বিহার । তদুপরি করিব সন্ন্যাস তাঙ্গীকার ॥ এবে যৈছে ভ্ৰমি ঐছে করিব ভ্রমণ। করিতে ভ্রমণ মনে হাসিলু এখন ॥ শুনিয়া জানকী নিবেদয়ে যোড় করে। কৈছে বিলসিবা প্রভু নদীয়া নগরে ৷ শুনি প্রভু কহে বিপ্র বংশেতে জন্মিব। বাল্যকালে বিবিধ চাঞ্চল্য প্রকাশিব ॥ ধরিব তাঙ্কুত পীতবর্ণ নিরুপম । আমপানে চাহিয়! মাতিব ত্ৰিভুবন ॥ হব বিদ্যাবস্তু কীৰ্ত্তি ব্যাপিৰ ভুবনে ৷ করিব বিবাহ দ্বয় পিতা আদর্শনে ॥ এবে যৈছে কৈলু পিণ্ড প্রদান গয়াতে। ঐছে পিণ্ড প্রদান করিব লোক রীতে ॥ নবদ্বীপে ভক্তের উল্লাস বঢ়াইব । ব্রহ্মাদি দুল্লভ সঙ্কীর্তন প্রচারিব ॥ নিজগণে বিবিধ প্রকারে প্রবোধিয়া । হইবাঙ দেশান্তরী সন্ন্যাসী হষ্টয় ॥ শুনি ঐ জানকী কহে সহাস্য বদনে। সন্ন্যাস করিবা তবে বিবাহ বা কেনে ॥ ইথে অনুচিত এই মোর মনে লয়। পরম দয়ালু হৈয়া হইবা নির্দয় ॥ শুনি লজ্জাযুক্ত রাম কহে সীতা প্রতি । না জনেছ সদা মোর নবদ্বীপে স্থিতি ॥ কহিতে কহিতে ঐছ মধুর গমনে । জানকী লক্ষণ সহ আইল। এই খানে ॥ এক বৃহদ্বটদ্রুম আছিল এয়ায়। তার তলে দাড়াইলা অপুৰ্ব্ব ছায়ায় ॥ পুন শ্ৰীজানকী