পাতা:ভক্তিরত্নাকর.djvu/৭৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*88 ভুক্তিরত্নাকর। [ वणि* उज्जत्र । কহে নিজ প্রাণনাথে। সঙ্কীৰ্ত্তনানন্দ প্রভু কৈছে নদীয়াতে ॥ জানকীবল্লভ রাম রাজীধলোচন। প্রিয়া প্রতি কহে করে। মুদ্রিত নয়ন ॥ শুনিয়া জানকী দুই নয়ন মুদয়ে । নবদ্বীপে অদ্ভুত বিলাস নিরিখয়ে ৷ গীত নৃত্য বাদ্যের অবধি নদীয়ায়। প্রভুভক্ত অসংখ্য উপমা নাই তায় ॥ পরিকর মধ্যে গৌর বিগ্রহ সুন্দর। কৈশোর বয়স মহারসের সাগর ॥ ভুবনমোহয়ে সে না অঙ্গ ভঙ্গি মাতে । সে শোভা দেখিয়া সীতা নারে স্থির হৈতে ॥ নয়ন মেলিয়। চাহে প্রাণনাথপানে । হাসিয়া শ্রীরামচন্দ্র স্থির কৈল তানে ॥ সৰ্ব্ব তত্ত্ব জানেন শ্রীস্থমিত্ৰানন্দন । হুইলা অধৈৰ্য্য লীলা করিয়া স্মরণ ॥ এথা সকলের মোদরুদ্ধি অতিশয় । এই হেতু মোদক্রম দ্বীপ পূর্বে কয়। এই মোদক্রম দ্বীপ যে করে দর্শন। তারে সুপ্রসন্ন রাম জানকী লক্ষণ। ওহে শ্ৰীনিবাস এই রামবট স্থান । কলি প্রবেশিতে বট হৈল অন্তৰ্দ্ধান এথা হৈতে রামচন্দ্র মহাহৰ্ষ চিতে । শ্ৰীগীতা লক্ষণ সহ চলে উৎকলেতে ॥ প্রবেশি উৎকলে দেখি স্থান মনোরম । রামেশ্বর নামে শিব করিলা স্থাপন ॥ সুবর্ণরেখt নদীর নিকটে সেই স্থান। মনের আনন্দ তা দেখয়ে ভাগ্যবান ॥ তথা হৈতে রামচন্দ্র ভ্রমে বনে বনে । করয়ে পরমাস্তুত কীৰ্ত্তি স্থানে স্থানে ॥ এই মাউগাছি গ্রামে শ্ৰীগৌরসুন্দর } করিল অদ্ভূত লীলা অন্য অগোচর। রাম উপাসক এক বিপ্ৰ ছিল এথা। ওহে শ্ৰীনিবাস কিছু কহি ওঁর কথা । যে দিবস