{ দ্বাদশ তরঙ্গ । ভক্তিরত্নাকর । ማ8¢ বিশ্বম্ভর প্রকট হইলা । সে দিবস সেই বিপ্ৰ মিশ্ৰগৃহে ছিলা ॥ প্রকট সময়ে দেবে জয়ধ্বনি করে । দেখি দেবগণে বিপ্ৰ পড়িলা ফফরে ॥ পরম অনন্দে মনে মনে বিচারয়। হইল । প্রকট মোর প্রভু সুনিশ্চয় ॥ দশরথ রাজা এই মিশ্র জগন্নাথ ॥ জগত-জননী শচী কৌশল্য সাক্ষাৎ ॥ কাহুকে না কহি কিছু দেখি বিশ্বম্ভরে । মিশ্ৰগৃহে হৈতে আইলেন নিজ ঘরে ॥ দূৰ্ব্বাদলশ্যাম রামে করিতে ধিয়ান । দেখি মিশ্র পুত্রে গৌর মুর্তি অনুপম ॥ ইথে চিন্তাযুক্ত হৈতে নিদ্রা আকৰ্ষিল । স্বপ্নছলে গৌরচন্দ্র সাক্ষাৎ হইল ॥ কনকদপণ যিনি ঐ অঙ্গের ছটা । নিন্দয়ে শ্ৰীমুখচন্দ্রে চন্দমার ঘট ॥ অজামুলম্বিত বাহু বক্ষ পরিসর । অাকৰ্ণ পৰ্য্যন্ত নেত্রভঙ্গি মনোহর ॥ শিরে চারু চিকন চlচর কেশভার । তহে সুবিচিত্র বেঢ়া নানা পুষ্পহার। গলে যজ্ঞসূত্র অতি অদ্ভুত সুষমা। সৰ্ব্বাঙ্গ স্বন্দর নাই জগতে উপমা ॥ বিলদয়ে অপূর্ব রতন সিংহাসনে । স্তুতি করে সম্মুখে ব্রহ্মদি দেবগণে ॥ দেখিতে দেখিতে বিপ্ৰ মনের আনন্দে। দূৰ্ব্বাদলশ্যামরূপ দেখে গৌরচন্দ্রে ৷ ভুবনমোহন প্ৰভু কৌশল্যাতনয়। পরম অদ্ভুত রাজবেশে বিলসয় ॥ সহাস্য বদন ধনুৰ্ব্বাণ ধরে করে। বামে সীতা দক্ষিণে লক্ষণ ছত্র ধরে । সম্মুখে পবননন্দন হনুমান । করযোড়ে রহে সে অন্তত ভঙ্গি তান । ঐছে রামচন্দ্ৰশোভা দেখি বিপ্রবর। ভূমিতে পড়িয়া করে প্রণতি বিস্তর ॥ ভকত বৎসল প্ৰভু ( ৯৪ )
পাতা:ভক্তিরত্নাকর.djvu/৭৫৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।