পাতা:ভক্তিরত্নাকর.djvu/৭৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*8や ভক্তিরত্নাকর। [ দ্বাদশ তরঙ্গ । গুণের অtলয়। বিপ্রে অনুগ্রহ করিলেন অতিশয় ॥ প্রভুআদর্শন হৈতে হৈল নিদ্রা ভঙ্গ। বিপ্র মহাব্যাকুল ধরিতে নারে অঙ্গ ॥ দেখি দশা পুন প্রভু স্বপ্নে প্ৰবোধিলা । এ সকল ব্যক্ত করিতেও নিষেধিল ॥ স্থির হৈয়া বিপ্র মহা মনের আনন্দে । কাহুকে না কহে কিছু দেখি গৌরচন্দ্রে ৷ অত্যন্ত প্রাচীন বিপ্র অপ্রকট কালে । করি অনুগ্রহ কিছু কহিল বিরলে। মোরে অতিশয় অনুগ্রহ হয় তার । কি বলিব বিপ্রের মহিমা চমৎকার ॥ দেখ সে বিপ্রের এই বাসস্থান হয়। এ স্থান দর্শনমাত্রে ঘুচে ভবভয় ॥ এথা গৌরচন্দ্র নিজগণের সহিতে। প্রকাশয়ে রামলীলা দেখিলু সাক্ষাতে ! এত কহি শ্ৰীঈশন সে প্রেমাবেশেতে। গেলেন বৈকুণ্ঠপুর মাউগাছি হৈতে ॥ শ্ৰীনিবাস নরোত্তমে কহে ধীরে ধীরে । দেখ এ বৈকুণ্ঠপুর বিদিত সংসারে | বৈকুণ্ঠপুরখ্যা যৈছে হইল প্রচার । তাহা কিছু কহি লোকে কহে যে প্রকার ॥ এক দিন নারদ ঐবৈকুণ্ঠ হইতে। আইসে শিবের পাশে কৈলাসপৰ্ব্বতে । নিজগণ সহ শিব বলি চৰ্ম্মাসনে । শ্ৰীকৃষ্ণ চরিত কহে শ্রীপঞ্চবদনে ॥ দূরে হৈতে নারদ শ্ৰীমহেশে দেখিয়া । হইল বিহ্বল ভূমে পড়ে প্রণমিয়া ॥ নারদে করিয়া কোলে দেব ত্রিলোচন। জিজ্ঞাসেন কোথা হৈতে হইল আগমন ॥ নারদ কছেন অতি উল্লসিত মনে ॥ গিয়াছিনু শ্রীনারায়ণের সন্দর্শনে । ঐবৈকুণ্ঠনাথ লৈয়া নিজ প্রিয়গণ। নবদ্বীপ প্রসঙ্গে নিমগ্ন