পাতা:ভক্তিরত্নাকর.djvu/৭৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ बांनर्ण उद्रत्र । ভক্তিরত্নীকর । १8१ অনুক্ষণ ॥ ভারতবর্ষেতে নবদ্বীপ রম্য স্থান । গণসহ হর্ষ তথা করিতে পয়ান ॥ দেখি মহীরঙ্গ মুই আইনু ত্বরায় । না জানি কি আনন্দ হইবে নদীয়tয় ॥ শুনি নারদের বাক্য দেব মহেশর । মন্দ মন্দ হাসে প্রেমে পূর্ণ কলেবর ॥ নারদের পানে চাহি মন্তক সুলায়। করয়ে গজ্জন কি অন্তত ভঙ্গি তায় ৷ হইল। বিহ্বল শ্রীকৈলাস গিরীশ্বর ॥ নয়নের জলে সিক্ত শ্বেত কলেবর ॥ নবদ্বীপ- লীলীগত মহেশে দেখিয়া । চলিল। নারদ মুনি বিদায় হইয়া । ওহে শ্ৰীনিবাস শ্ৰীনাদদ এই খানে । নবদ্বীপশোভা দেখি বিচারয়ে মনে ॥ এই নবদ্বীপ ধাম সৰ্ব্বধমময় ৷ সৰ্ব্বধামনাথ এথা সদ{ বিলসয় ॥ দেখি আইনু শ্ৰীবৈকুণ্ঠনাথ নারায়ণে এথা কি বৈকুণ্ঠনাথে দেখিব নয়নে ॥ মুনি মনোরথমাত্রে দেখয়ে সাক্ষাতে । গণসহ ঐবৈকুণ্ঠ বৈকুণ্ঠের নাখে ৷ হইল নারদমুনি প্রেমায় বিহ্বল। নিলারিতে নারে দুই নয়নের জল ॥ নবদ্বীপ ধামে কত প্রার্থনা করিয়৷ ৷ কৃষ্ণসন্দর্শন কৈল দ্বারকায় গিয় ॥ নারদের আগমনে রুক্মিণীর নাথ । প্রেমায় বিহ্বল হৈয়া কৈল দৃষ্টিপাত ॥ নারদেরে সন্তোষ করির নানা মতে । জিজ্ঞাসয়ে আগমন হৈল কোথা হৈতে ॥ মুনি কহে নবদ্বীপ হৈতে আগমন । এত কহি করিলেন মৌনাবলম্বন ॥ মুনিমনোবৃত্তি জানি কৃষ্ণ কৃপাময় ৷ হইলেন গৌরমূর্তি ভুবন মোহয় ৷ দেখিয়া নারদমুনি নদীয়ার চান্দে। নেত্ৰে বহে বারিধারা ধৈর্য্য নাহি বন্ধে ॥ হুই