পাতা:ভক্তিরত্নাকর.djvu/৭৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Գ6 օ ভক্তিরত্নাকর । [ দ্বাদশ তরঙ্গ । রূপে নারায়ণ শচীর কুমার ॥ বল্লভমিশ্রের কন্যা সাক্ষাং লছিমী । লক্ষীনারায়ণ দোহে প্রকট অবনী ॥ লক্ষীপ্রাণনাথ মোর প্রভু গৌরচন্দ্র। করিব কি কৃপা মোরে .দেখি দীন মন্দ ॥ বিবিধ প্রকারে স্তুতি করয়ে প্রভুরে । হইলা সাক্ষাং প্রভু বিপ্রের কুটিরে। পরম অদ্ভূত রঙ্গ করিলা প্রকাশ । বিপ্রের কুটিরে হৈল বৈকুণ্ঠবিলাস ॥ ভুবনমোহন প্রভু শ্ৰীগেীরবি গ্রহ । বিলসয়ে রত্নসিংহাসনে লক্ষী সহ ॥ ঐ অঙ্গ ভূষিত নানরত্ব বিভূষণে হুরূপ মধুৰ্য্যের উপমা কি আনে । সেইক্ষণে প্ৰভু গৌরচন্দ্র দয়াময় হৈলা চতুভুজ দেখি বিপ্রের বিস্ময় ॥ প্রভুপদে পড়ি বিপ্র কৈলা বহু স্তুতি। ভক্তাধীন প্রভু হাসি কহে বিপ্র প্রতি ॥ জন্মে জন্মে তুমি মোর হও প্রিয়দাস । তুমি সে দেখিতে যোগ্য তামার বিলাস ॥ এবে যে দেখিলে ইহা কাহু না কহিবে । যবে যে করিবে: মনোরথ সিদ্ধি হবে ॥ এত কহি বিপ্রমাথে ধরিয়া চরণ । অচিন্ত প্রভুর লীলা হৈল অদর্শন ॥ বিপ্র যৈছে হৈলা তাহ কে বণিতে পারে। সদা নবদ্বীপলীলা সমুদ্রে সীতারে ॥ ওহে শ্ৰীনিবাস কত কহিব সে কথা। এই দেখ বিপ্রের কুটির ছিল এথা ॥ ভক্তগোষ্ঠীসহ প্ৰভু শচীর কুমার। বৈকুণ্ঠপুরে কৈল অশেষ বিহার ॥ শ্ৰীবৈকুণ্ঠপুর দর্শনেতে আৰ্ত্তি যার । অনায়াসে সৰ্ব্ব মনোরথ সিদ্ধি তার ॥ এত কহি শ্ৰীবৈকুণ্ঠপুরে প্ৰণমিয়া। মাতাপুরে চলে চতুর্দিক শিরথিয়৷ খ্ৰীনিবাসে: