[ দ্বাদশ তরঙ্গ । ভক্তিরত্নাকর। ዓ6 » কছেন শ্ৰীঈশানঠাকুর । এই আগে দেখ গ্রাম নাম মাতাপুর ॥ পূৰ্ব্বে শ্ৰীমহংপুর গ্রাম নাম হয়। মহৎ প্রসঙ্গপুর কহি যে লোকে কয় ॥ শ্ৰীকৃষ্ণ ইচ্ছায় পাগুরের বনবাস । বনবাসে হৈল মহাকোঁতুক প্রকাশ ॥ নানা দেশ ভ্রময়ে পাণ্ডব পঞ্চ ভাই । পাণ্ডবের চরিত্র কহিতে অন্ত নাই ॥ যে যে দেশে পীণ্ডবের নহিল গমন । সে সে দেশ পাণ্ডববর্জিত বিজ্ঞে কন । পাণ্ডবের কীৰ্ত্তি যত বিদিত পুরাণে । অস্থর রাক্ষস নাশ কৈল স্থানে স্থানে ॥ ভ্ৰমিতে ভ্ৰমিতে গৌড়দেশে প্রবেশিল । রাঢ়ে এক চক্রানাম গ্রামে স্থিতি কৈল ॥ একচক্র প্রদেশে যে অস্ত্রর রীক্ষা । সে সবে বধিলা ভীম ব্যাপিল স্বযশ ॥ দ্রৌপদীসহিত শ্ৰীপাণ্ডব পঞ্চ ভাই । লোকহিতে রত যৈছে কহি সাধ্য নাই ॥ একচক্র নির্জনে রহয়ে মহানন্দে । সদা সোঙরয়ে বলদেব কৃষ্ণচন্দ্রে ৷ দেখি একচক্র ভূমি শোভ মনোহর। মনে বিচারয়ে যুধিষ্ঠির বিজ্ঞবর ॥ দেখিলু অনেক দেশ ঐছে না দেখিল । ঐছে চিত্ত আকর্ষণ কোথাও নহিল ॥ ইথে বুঝি কৃষ্ণ লীলাস্থলী এই স্থান । কৃষ্ণ জানাইলে জানি মহিমা ইহঁনি ॥ ঐছে বিচারিতে প্রায় রাত্রি শেষ হৈল । কৃষ্ণের ইচ্ছাতে কিছু নিদ্র আকৰ্ষিল ॥ স্বপ্নচ্ছলে রোহিণীনন্দন বলরাম ৷ হইলা সাক্ষাৎ শোভা অতি অনুপাম ॥ মন্দ মন্দ হাসিয়া অন্তত মেহাবেশে। রাজা যুধিষ্ঠিরে কিছু কহে মৃদুভাযে ॥ এই কথো দূরে নবদ্বীপ নামে গ্রাম। সুরধুনী
পাতা:ভক্তিরত্নাকর.djvu/৭৫৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।