পাতা:ভক্তিরত্নাকর.djvu/৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তিরত্নাকর । [ দ্বিতীয় তরঙ্গ । مرا نا؟ রিয়া ৷ লক্ষীপ্রিয়া কহে শীঘ্ৰ চল নীলাচল । প্রভুর দর্শনে পূর্ণ হইবে সকল । ইহা শুনি চৈতন্যদাসের হর্ষ হিয়া । চলিলেন শীঘ্ৰ দোহে যাজিগ্রাম দিয়া ॥ যাজিগ্রামে বলরামবিপ্রের বসতি । শ্ৰীলক্ষীপ্রিয়ার পিতা অতিশুদ্ধ রীতি ॥ দুই চারি দিবস রহিলা সেই খানে । তথা হৈতে যাত্রা কৈল৷ অতিশুভক্ষণে ॥ কন্য। জামতীরে বিপ্র করিলা বিদায় । কহিলা কাতরে প্রণমিতে প্রভুপায় ৷ স্ত্রীচৈতন্যদাস-বিপ্ৰ অনন্দে বিহবল ৷ বিদায়-সময়ে দেখে পরম-মঙ্গল ॥ নীলাচল যাইতে বহু লোক-গতাগতি । চলিলেন দোহে হৈল অপূৰ্ব্ব সঙ্গতি ॥ একদিন রাত্রে স্ত্রী পুরুষ দুই জন। করয়ে অনেক খেদ করিয়া ক্ৰন্দন ॥ এ হেন মনুষ্য জন্ম হেলে হারাইনু। প্রভুপাদপদ্ম ফতু স্মরণ ন কৈত্ব ॥ হেন ভাগ্য হ’বে কি দেখিব নেত্রভরি। ফ্রকাঃচৈতন্য জগন্নাথের মাধুরী। ছে বহু কহি বিপ্র করিলা শয়ন । নিদ্রাচ্ছলে দেখে সুখে অপূৰ্ব্ব স্বপন 1) কিশোর বয়স্থ শু্যামসুন্দর স্বরূপ । ত্রিভঙ্গভঙ্গিমা কোটি কন্দপের ভূপ । শিরে শিখিপাখা পরিধেয় পীতাম্বর। খ্ৰীমুখের শোভা জিনি কোটি সুধাকর ৷ ভূষণে ভূষিত অঙ্গ চন্দনে চর্চিত । বাজায় মুরলী যা’তে জগৎ মোহিত ॥ ঐছে দেখি পুনঃ তারে দেখে গৌরবর্ণ। ঝলমল করয়ে জিনিয়া শুদ্ধবর্ণ ॥ রক্তপ্রান্ত মেঘবর্ণ বস্ত্র পরিধান । আর সব পূর্বমত রসের নিধান । পুনঃ গৌরবিগ্রহ নিরীখে অন্য বেশ । দণ্ড কমণ্ডলুদারী শিরে শূন্যকেশ ॥ পুনঃ তারে