৭৫২ ভক্তিরত্নাকর । [ छ|म* ऊद्गत्र । বেষ্টিত পরম রম্য স্থান ৷ কলির প্রথমে কৃষ্ণ তথা বিপ্রকুলে। জন্মিৰ আচ্ছন্নরূপে মহাকুতুঙ্গলে ॥ নানাদেশে জন্মিবেন প্রিয়গণ উীর। তার ইচ্ছামতে জন্ম এথাই আমার ॥ এই একচক্র মোর বিলাসের স্থান । এত কহি বলদেব হৈলা অন্তৰ্দ্ধান ॥ হইয়া বিস্ময় রাজা চিন্তে মনে মনে । শ্বেতদ্বীপ হেন দেখে একচক্র গ্রামে ৷ দেখিতেই ভূমিশোভা নিদ্রাভঙ্গ হৈল। স্বপ্নকথা প্রাতে ভ্রাতাগণে জানাইল ॥ একচক্র হইতে পাণ্ডব পঞ্চভাই। নবদ্বীপে আসি উক্তরিলা এই ঠাই ॥ দেখি নবদ্বীপ শোভা হর্ষ ক্ষণে ক্ষণে । মহারাজ যুধিষ্ঠির বিচারয়ে মনে ॥ একচক্র গ্রামে যৈছে দিখিলু স্বপ্নেতে। এথা কি দেগিব বলি নারে স্থির হৈতে ॥ রাজার যে মনোরক্তি বুঝনে না যায়। হইল কিঞ্চিৎ নিদ্রা কৃষ্ণের ইচ্ছায় ॥ স্বপ্নচ্ছলে কৃষ্ণ বলদেব ভ্রাতাদ্বয় ৷ হইলা সাক্ষাৎ শোভা ভুবনমোহয়। রাজাযুধিষ্ঠিরে কৃষ্ণ কহেন হাসিয়া । মোর জন্মভূমি এই নগর নদীয়া। কলিযুগে প্রকট হইয় গণসনে । মাতাইব জগৎ মাতিব সঙ্কীর্তনে। তোমা সব সহ সিন্ধুতীরে বিলসিব। ব্রজের দুল্লভ প্রেমসুধা পিয়াইব ॥ এত কহি রাজার জানিয়া মনোবৃত্তি। হইলেন পরমস্বন্দর গৌরমূৰ্ত্তি ॥ কৃষ্ণ বলদেবের দেখিয়া হেনরূপ । আত্মবিস্মরিত যুধিষ্ঠির ভক্তভূপ ॥ পরম আনন্দে সিক্ত হৈয়া নেত্রজলে । লোটাইয় পড়ে দুই প্রভু পদতলে ॥ দুই প্ৰভু রাজtয় করিয়া আলিঙ্গন। কহিয়া প্রবেtধ বাক্য হৈল আদর্শণ।
পাতা:ভক্তিরত্নাকর.djvu/৭৬০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।