পাতা:ভক্তিরত্নাকর.djvu/৭৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዓ®8 ভক্তিরত্নাকর । [६ोग° उन्नत्र । ভাসে নেত্ৰ জলে ॥ গঙ্গা-পূর্ব ধারে রাদুপুর গ্রাম হয়। কেহো কেহো রাদুপুরে রুদপুর কয় ॥ ঐঈশানঠাকুর সে রাদুপুরে গিয়া। শ্ৰীনিবাস প্রতি কহে ঈষৎ হাসিয়া । এই রাদুপুর পূর্ব রুদ্রদ্বীপ নাম । গ্রাম লুপ্ত হৈল এবে আছেমাত্র স্থান । রুদ্রদ্বীপ নাম যৈছে প্রচার হইল। তাছা কিছু কহি বিজ্ঞমুখে যে শুনিল ॥ গৌরচন্দ্র প্রকট হইব নদীয়ায়। ইথে শ্রীরুদ্রের মহা উল্লাস হিয়ায় ৷ নিজগণসনে রুদ্রদেব, এই খানে হইল। উন্মত্ত গৌরচরিত্রকীৰ্ত্তনে ॥ চতুদিকে নানা বাদ্য ধ্বনি মনোহর। অদ্ভূত ভঙ্গিতে নৃত্য করে মহেশ্বর ॥ মেদিনী কম্পয়ে স্ত্রীরুদ্রের পদভরে । দেখিতে সে নৃত্যশোভ কেবা ধৈর্য্য ধরে । রুদ্রের নৰ্ত্তনে কেবা না করে নৰ্ত্তন স্বর্গে নানা পুষ্প বরিষয়ে দেবগণ ॥ দেবের অন্তরে মোদ বাঢ়ে অনিবার। সবে কহে খণ্ডিল জীবের দুঃখ ভার ॥ প্রভু ন জন্মিতে রুদ্র প্রভুজন্ম গায় । এবে অবশ্য জন্মিব নদীয়tয় ॥ দেখি প্রভু-জন্মলীলা জুড়াব নয়ন । এত কহি স্বর্গেও নাচয়ে দেবগণ ॥ প্রভুগুণ-গানে রুদ্র আত্ম বিস্মরিত ৷ হইলা অধৈর্য্য প্রভু দেখি রুদ্র রীত | তন্য-অলক্ষিত রুদ্রদেবে দেখা দিয়া । রুদ্র দেবে করে স্থির ঐছে প্রবেধিয়া ॥ তোমার যে মনোবৃত্তি সফল করিব । অতি তবিলম্বে গণসহ প্রকটিব ॥ প্রভুবাক্যে রুদ্র স্থির হৈয়। মহানন্দে । বিবিধ প্রকারে স্তুতি করে গৌরচন্দ্রে ৷ শ্ৰীগৌরসুন্দর রুদ্রদেশে ত্যালিঙ্গিয় ৷ হইলেন