পাতা:ভক্তিরত্নাকর.djvu/৭৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ দ্বাদশ তরঙ্গ । ভক্তিরত্নাকর। ዓ¢¢ অদর্শন প্রেমাবিষ্ট হৈয়৷ প্ৰভু অদর্শনে রুদ্র ব্যাকুল হিয়ায় । কতক্ষণে স্থির হৈলা প্রভুর ইচ্ছায় ॥ নিজগণ সহ রুদ্র বলি এই খানে। করে মৃধারষ্টি গৌরচরিত্র কথনে ॥ ওহে শ্ৰীনিবাস এ পরম পুণ্যস্থান । শ্রীরুদ্রবিলাসে তেঞি রুদ্রদ্বীপ নাম ॥ এ স্থান দর্শনমাত্রে ঘুচয়ে দুৰ্ম্মতি । গৌরপাদপদ্মে রুদ্র জন্মায়েন রতি ॥ ঐছে শ্ৰীঈশান স্থান মহিমা কহিয়া | চলে বেলপোঁখের গ্রামেতে হৃষ্ট হৈয়। শ্ৰীনিবাসে কহে বেলপোঁখেরা এ গ্রাম। কহয়ে প্রাচীনে বিল্বপক্ষ পূৰ্ব্ব নাম ॥ বিল্বপক্ষ নাম এ স্থানের যৈছে হয় । তাহ কিছু কহিয়ে প্রাচীন লোকে কয় ॥ পঞ্চবক্ত শিবমূৰ্ত্তি ছিলেন এখানে । র্তার যে মহিমা তাহা কে কহিতে জানে ॥ শ্ৰীকৃষ্ণ বিষয়ে যেব যে কাৰ্য্য প্রার্থয় । তাহ পূর্ণ করে পঞ্চবক্ত দয়াময় ॥ এক সময়েতে ক ত তপস্বী ব্রাহ্মণ । মনোরথসিদ্ধি-হেতু করে শিবর্চন ॥ এক পক্ষ বিল্বদলে পূজিতে শিবেরে ৷ হইলেন শিব মহাপ্রপন্ন অন্তরে ৷ কৃপাদৃষ্টে চাহি পঞ্চবক্ত মহেশ্বর। বিপ্ৰগণে কহে লেহ নিজাভীষ্টবর ॥ বিপ্রগণ কহে সৰ্ব্ব শ্রেষ্ঠ কাৰ্য্য যাহা । অনুগ্রহ করি মে সবারে দেহ তাহা ॥ বিপ্ৰগণে কহে শিব কহিলা আশ্চৰ্য্য। কৃষ্ণ পরিচর্য্য। বিনু নাই শ্রেষ্ঠ কাৰ্য্য। বিপ্রগণ কহে পরিচর্য্যা শ্রেষ্ঠ হয় । কিরূপে হইব লভ্য কহ কৃপাময় ॥ পঞ্চবক্ত কহে কিছু চিন্তা না করিবে। অনায়াসে কৃষ্ণপরিচর্য্য লভ্য হবে। এই কথো দিনে এই নদীয় নগরে।