পাতা:ভক্তিরত্নাকর.djvu/৭৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ তরঙ্গ . ভক্তিরত্নাকর। ዓ¢ዓ দীনহীন ॥ ভারদ্বাজ প্রেমেবশ হৈয়। গৌরহরি ৷ হইলা সাক্ষাৎs মহাঅদ্ভুত মাধুরী। ভারদ্বাজ নতি স্তুতি করিলা বিস্তর। প্ৰভু আজ্ঞা কৈল নেহ নিজীভীষ্ট বর ॥ মুনিককে প্রভু এই প্রার্থনা আমার। নবদ্বীপে দেখি যেন তোমাব বিহার ॥ প্রভু কহে হ’বে যে তোমার মনে হয়। এত কহি আদর্শন হৈলা দয়াময় ॥ প্রভু অদর্শনে মুনি নারে স্থির হইতে । মুনির যে চেষ্টা তাহা কে পারে বুঝিতে ॥ নবদ্বীপে প্ৰণমিয়া ভারদ্বাজ মুনি। চলিল৷ ভ্ৰমিতে ধন্য করিতে ধরণী ॥ এই উচ্চস্থানে ভারদ্বাজ বিলসিল । এই হেতু ভারদ্বাজটীলা নাম হইল ॥ এথা গৌরারঙ্গের অতি অদ্ভুত বিলাস। এস্থান দর্শনে পূর্ণ হয় অভিলাস ॥ এত কহি ঈশানঠাকুর প্রেমাবেশে । চলিলেন সুবর্ণবিহার গ্রাম পাশে ॥ শ্ৰীনিবাস প্রতি কহে দেখ এই গ্রাম। পূর্বপর স্বর্ণবিহার হয় নাম ॥ সুবর্ণবিহার নাম যেরূপে হইল ॥ তাহা কিছু কহি বিজ্ঞগণে যে কহিল । এই দেশে ছিল এক রাজা ভাগ্যবান। কৃষ্ণেতে অনন্য ভক্তি সৰ্ব্বাংশে প্রধান ॥ নারদের শিষ্য প্রশিষ্যাদি মহাশয় । তার মধ্যে আইল কেহ রাজার অtলয় ॥ রাজা তীরে অতিশয় সম্মান করিয়া । বসাইলা আসনে ভূমিতে প্ৰণমিয়া ॥ প্রভূ অবতার কত র্তাহারে জিজ্ঞাসে । তেঁহ সব জানাইল সুমধুর ভাষে ॥ রাজারে প্রসন্ন হইয়। সেই মহাশয় । পুনঃ রাজা প্রতি সুমধুর বাক্যে কয় ॥ কলিতে হইয়া পীতবর্ণ অবতার ! নবদ্বীপে করিবেন অস্তুত ৰিহার ॥ ব্রহ্মাদির পরম দুল্লভ সঙ্কীৰ্ত্তন। সঙ্কীৰ্ত্তনে মত্ত হইয়া