পাতা:ভক্তিরত্নাকর.djvu/৭৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ चांम* उज्जत्र ভক্তিরত্নাকর। ዓ¢ S র্তনে ॥ ঐছে বিচরিতে নিদ্র্য ভাঙ্গিল রাজার। স্থির হৈয়া প্রশংসে গৌভাগ্য আপনার ॥ সুবর্ণবিগ্রহের বিহার হইল ধ্যান । এই হেতু সুবর্ণবিহার নামস্থান ॥ ওহে শ্ৰীনিবাস তার কহিয়ে তোমারে। প্রভুর অদ্ভূত রঙ্গ প্রকট বিহারে ৷ এই খানে ভক্তগোষ্ঠী সহ গৌরহরি। করয়ে নৰ্ত্তন লোক দেখে নেত্র ভরি ॥ হইয়া বিহ্বল পরস্পর লোকে কয়। সুবর্ণবিগ্রহ কি কীর্তনে পিহরয় ॥ কেহ কহে এমন সুন্দর বর্ণ নাই। ন৷ দেখি জগতে কথু উপমার ঠাই। কি অন্তত বিহার মোহয়ে ত্ৰিভুবন । এত কহি স্থির হইতে নারে কোন জন ॥ ঐছে এ প্রশস্ত নাম সুবর্ণবিহার । সঙেক্ষপে কহিনু, নারি করিতে বিস্তার ॥ সুবর্ণবিহার গ্রাম যে করে দর্শন। স্ত্রীগৌরাঙ্গ বিহারে ডুবয়ে তার মন ॥ এত কহি সুবর্ণবিহার গ্রাম হইতে । মায়াপুরে চলয়ে মিশ্রের অলিয়েতে ॥ মায়াপুর পরম অপূর্ব রম্যস্থান । যে দেখে পারেক তার জুড়ায় নয়ন ॥ মায়াপুর-মহিম। কেবা বা অন্ত পায়। মায়াপুরস্থান সদ ব্রহ্মাদি ধিয়ায় ॥ ঐনিবাস রামচন্দ্র নরোত্তমলনে ! হেন মায়াপুরে অইল মিশ্রের ভবনে ॥ ভবন ভিতরে শ্ৰীঈশান প্রবেশিয়া। হৈল ‘প্রেমে বিহ্বল পুরুষ সোঙরিয়া । কতক্ষণে স্থির হৈয়া সবে স্থির করি। এক ভিতে রহি দেখে ভবনমাধুরী ৷ শ্ৰীনিবাস প্রতি অতি ধীরে ধীরে কয় । মহাযোগপীঠ এই মিশ্রের অtলয় ॥ এ আলয় প্রভুলীলামধুর্য্য বাঢ়ায়। অন্যের দুজ্ঞেয় শ্ৰীগালয় পদ্ম