পাতা:ভক্তিরত্নাকর.djvu/৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় তরঙ্গ । ] ভক্তিরত্নাকর । 'כאג দেখে শু্যামমূৰ্ত্তি মনোহর। পদ্মপত্রপ্রায় নেত্র পরমসুন্দর ॥ বলভদ্র সুভদ্র। সহিত বিলসয় । ব্রহ্মাদি করয়ে স্তব আনন্দश्लूर्धेि । 5प्छ বহু রহস্য দেখয়ে বিপ্রবর। অকস্মাৎ নিদ্রাভঙ্গে ব্যাকুল অন্তর ॥ লক্ষৗপ্রিয় প্রবোধ করিলা নানামতে । মনের আনন্দে বি প্র চলিলা প্রভাতে ॥ কত দিনে নীলাচলে উত্তরিলা গিয়া । প্রভুর দর্শন লাগি উৎকণ্ঠিত হিয়া ; অন্তর্যামী প্রভু সেই সিংহদ্বার-পথে । আইসেন নিজ-প্রিয়পরিকর সাথে ॥ কি অপূৰ্ব্ব গমন গজেন্দ্রগতি ঞ্জিলি । চরণ-চtলনে ধন্য মানয়ে ধরণী ॥ কনক-পৰ্ব্বত জিনি গেীরকলেবর । জিনিয়া সে তেজঃ প্রভাতের প্রভাকর ॥ শ্ৰীমুখমণ্ডলে কত চাদের উদয় । মধুর হাদিতে সদা স্বধাবৃষ্টি হয় ॥ দশনচ্ছটায় কন্দপের দৰ্প হরে । নাসিকাসৌন্দর্য্য দেখি কেব! ধৈৰ্য্য ধরে ॥ অt কর্ণপৰ্য্যন্ত দুই নয়নকমল । ললাটে চন্দনটাক করে ঝলমল ॥ ভুবনমোহন কণ্ঠে তুলসীর দাম । হেরি পরিসর বক্ষঃ মুরছয়ে কাম ॥ পরিধেয় অরুণ-বসন মনোহর। আজানুলম্বিত ভুজ জিনি করিকর ॥ অপূর্ব উদরশোভা করয়ে ত্ৰিবলী । নাভিপদ্মে বিলসে ভ্রমর লোমাবলী ॥ সিংহের গরব হরে ক্ষীণ মাজাখানী । মধুর নিতম্ব উরু রামরস্তু জিনি ৷ লখিমীলালিত চারু চরণযুগল । নখের কিরণে করে ধরণী উজ্জ্বল (হেন গৌরচন্দ্রে বিপ্ৰ-পত্নীর সহিতে । অনিমিষ-নেত্ৰে হেরে রহি এক ভিতে যে অঙ্গে পড়য়ে দিঠি সেই অঙ্গে রহে । অবিরত