পাতা:ভক্তিরত্নাকর.djvu/৭৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१७8 ভূক্তিরত্নাকর । । { দ্বাদশ তরঙ্গ অতি সুমধুর মুখ আঁখি । মহারাজ চিহ্ন সব দেখি ॥ এচরণে ধ্বজ বজ্ৰ শোভে । সব অঙ্গ জগ-মন লোভে ॥ দূরে গেল সকল আপদ। ব্যক্ত হৈল সকল সম্পদ। শ্রীচৈতন্যনিত্যনন্দ জান । বৃন্দাবনদাস গুণ গান ॥ পুনর্বসন্তঃ ॥ ফোঙ্কণ পূর্ণিমা শুভক্ষণে । পুত্র প্রসবিয়া শচী চাহে পুত্র পানে ॥ তিলে তিলে কত উঠে চিতে । কনক নবনী ভ্ৰমে নারে পরশিতে \কত না যতনে কোলে করে। পুত্রের জনম জানাইয়া মিশ্রবরে ॥ জগন্নাথ বিপ্র শিরোমণি । ভাসে সুখসমুদ্রে পুত্রের জন্ম শুনি ॥ কত সাধে চলয়ে ধাইয়। না ধরে ধৈর্য চান্দ মুখ নিরখিয়া (লইয়া আপন প্রিয়গণে করয়ে মঙ্গল কৰ্ম্ম পুত্রের কল্যাণে ॥ চতুদিগে জয় জয় ধ্বনি । সবে কহে ধন্য ধন্য জনক জনী সবার অন্তরে বাঢ়ে মুখ । সুরধুনী ধরনী বিসরে সব দুখ ॥ দশ দিশ হইল উজ্জ্বল। পশু পক্ষী বৃক্ষ লতা প্রফুল্ল সকল । নরহরি কহিতে কি আর । গৌরচন্দ্রোদয়ে গেল তাপ অন্ধকার ॥ পুনধর্ণনশী ॥ ফাঙ্কণ পূর্ণিমা, মঙ্গলের সীমা, প্রকট গোকুল ইন্দু। নদীয়া নগরে, প্রতি ঘরে ঘরে, উথলে আনন্দ সিন্ধু । কিবা কৌতুক পরসপরে (শচীদেবী ভালে, পুত্ৰ লৈয়া কোলে, বিললে সুতিক ঘরে ॥ ধ্রু ।