[ দ্বাদশ তরঙ্গ । ভক্তিরত্নাকর। ዓvግ " লইয়া থারি ভরি দ্রব্য বহু। হ্রসজ্জে স্বরপ্রিয়া, মানুষে মিশাইয়া,বালকে নিয়খিয়া থির নহু। ঐসীতাদেবী আলি, সূতিক গৃহে পশি, দেখিয়ে শিশু উলসিত হিয়া। মালিনী আদি সঙ্গে, - ভাসয়ে নানা রঙ্গে, করয়ে কত না মঙ্গল ক্রিয় ॥ গোয়ালিনী বা কত, গোয়াল শত শত, লইয়া দধি আসে চারু সাজে । সবে বিহ্বল চিতে, পুরব সভাবেতে, ছড়ায় দধি আঙ্গিণীর মাঝে )রচিয়া করতালী, হাসিয়া নাচে ভালি, তা দেখি দেবে গোপবেশ ধরি । নাচয়ে আঙ্গিণতে, কেবা না নাচে তাতে, সঘন জয় জয় ধ্বনি করি ॥ বাজয়ে বাদ্য হেন, কৌতুক নাছি যেন, মিশ্রালয়ে সে নন্দালয় রীতি। নরহরি কি কব, প্রভুজনমোৎসব, উৎসাহে কারু কিছু নাহি স্মৃতি । ওহে শ্ৰীনিবাস কি বলিব জন্ম কথা । নীলাম্বরচক্রবর্তী লগ্নগণে এথা ॥ এথা অষ্ট দিনে অষ্ট কলাই বিলায় । ব্যাপিল অসংখ্য শিশু এই আঙ্গিণায়। এথা দেবগণে দেখে প্রভুর বিলাস। বিবিধ কৌতুকে পূর্ণ হৈল এক মাস ॥ এথা বিশ্ব"ন্তরের ঐউত্থান শয়নে । মাতা পিতা নানা চিন্তু দেখে শ্ৰীচরণে ॥ বালক উথান পর্বের্ব নারীগণ এথা । করে যে মঙ্গল কৰ্ম্ম সে অদ্ভুত কথা । এই খানে বিশ্বম্ভর ক্ৰন্দনের ছলে । অকস্মাৎ হরিবেtল বোলায় সকলে ॥ কি বলিব বাল্যাবেশে অদ্ভুত প্রকাশ। বিশ্বম্ভর বয়স হইল চারি মাস। এই ঘরে আই বিশ্বস্তুরে শোয়াইয়া । গেলেন কোথাও একা বালকে রাখিয়া। অদ্ভুত বালক ক্রিয় কেহ না বুঝয়। ঘরে নান
পাতা:ভক্তিরত্নাকর.djvu/৭৭৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।