পাতা:ভক্তিরত্নাকর.djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

བ༽ ཅs ভক্তিরত্নীকর । [ দ্বিতীয় তরঙ্গ । নয়নে আনন্দধারা বহে ॥ সে কেশবিহীন শ্ৰীমস্তক নিরখিতে। যে দশ হইল তাহ কে পাবে কহিতে ॥ শ্ৰীকৃষ্ণচৈতন্যপ্ৰভু চাহি নেত্রকোণে । কৃপাম্বুধ বৃষ্টি কৈলা સિંટভাগ্যবানে ॥ মধুর বচনে বিপ্ৰ কহে প্ৰবোধিয়া । জগন্নাথ তোমা তানাইলা হৃষ্ট হৈয়৷ ৷ চল চল জগন্নাথ করছ দর্শন । করিবে কামনা পূর্ণ শ্ৰীপদ্মলোচন ) শ্ৰীমুখচন্দ্রের বাক্য শুনি বিপ্রবর। ভূমিতে পড়িয়া কৈল প্ৰণতি বিস্তর ॥ তন্তু মনঃ প্রাণ প্রভুপদে সমৰ্পিল । অন্তর্যামী প্রভু বিপ্রে আত্মসাৎ কৈল ॥ প্রভু কহে গোবিন্দে এ নিরীহ ব্রাহ্মণ । নির্বিঘ্নে করাহ জগন্নাথ-দরশন ॥ এত কহি গৌরচন্দ্র ভক্তগোষ্ঠীসনে। চলিলেন নীলাচলচন্দ্র-দরশনে ॥ শ্রীচৈতন্যদাস প্রভুগণে নমস্করি। করিলেন দৈন্য যত কহিতে না পারি ॥ চৈতন্যদাসের চেষ্ট। দেখি সৰ্ব্বজন । কৈল উচিত হৈল সর্বত্র মিলন । প্রভুর আদেশে প্রভুপরিকর সনে। চলিলেন বিপ্র জগন্নাথ-দরশনে ॥ সচল অচল ব্রহ্ম দোহে এক ঠাই । দেখি বিপ্ৰ মনে যে আনন্দ অন্ত নাই ॥ করিল অনেক স্তুতি সঙ্গোপন করি । হাসিয়া বিপ্রের পানে চাহে গৌরহরি ॥ জগন্নাথ-চরণে বিপ্রেরে সমপিল । ভঙ্গী করি গৌড়দেশ যাইতে আজ্ঞা দিল ॥ জগন্নাথ দেখি প্রভু ভক্তগোষ্ঠীসনে । আইলেন প্রিয় কাশীমিশ্রের ভবনে ॥ শ্রীচৈতন্যদাস-বিপ্ৰ প্রভু আজ্ঞা পাঞ । গেলেন তাপন বাসা মহাহৃষ্ট হৈঞা ॥ নিজ নিজ বাসায় চলিলা ভক্তগণ । পরস্পর কহে সবে