পাতা:ভক্তিরত্নাকর.djvu/৭৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

११२ ভক্তিরত্নাকর। [ इं[* उन्नं । ননী সয় ॥ পতিব্ৰতাগণ চারি পাশে কহে কত নিমাইচান্দেরে মৃদু ভাষে ॥ হরি হরি বোল বুলি । সবে মিলি সঘনে রচয়ে করতালি ॥ চাহি গোরা জননীর পানে । হরি বোল বুলি নাচে বিবিধ বন্ধানে ) কিবা চান্দমুখে মৃদু হাসি। ভুলায় ভুবন চালে সুধা রশি রাশি ॥ নয়ন চাহনি চারু ছাদে । ভুজের ভঙ্গিমা দেখি কেব। থির বধে ॥ কি মধুর মধুর কিরণে। ঝলকে অঙ্গণ হেম-অঙ্গের কিরণে ॥ কিঙ্কিণী নূপুর বাজে ভালে । নরহরি নিছনি চরণ তল তলে ৷ এথাই জননী স্নেহে বিহ্বল হইয়া । কহে কত নিমাইচাদের মুখ চা’য় ॥ গীতে ধানশী ॥ A. আরে মোর সোনার নিমাই। আপনার ঘর ছড়ি, না যাবে পরের বাড়ি, বসিয়া খেলাবে এই ঠাই ॥ ধ্রু ॥ শিশুগণ খেলাইতে, আসিবে তোমার সাথে, এথাই রাখিবে তা সবারে। যখন যে চাও তুমি, তাহা আনি দিব আমি, কিসের অভাব মোর ঘরে । যদি কেহো কিছু কয়, তারে দেখাইহ ভয়, বাপের নিষেধ জানাইয়া। চঞ্চল বালক মেলে, বাড়ির বাহির গেলে, মায়ে কি ধরিতে পারে হিয়া ॥ তিলেক আঁখের তাড়ে, পরাণ না রহে ধড়ে, নরহরি জানে মোর দুখ। মায়ের বচন ধর, ঘরে বলি খেলা কর, সদা যেন দেখি চান্দ মুখ ॥