পাতা:ভক্তিরত্নাকর.djvu/৭৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ দ্বাদশ তরঙ্গ । ভক্তিরত্নীকর । ११० এই খানে বিশ্বম্ভর ধূলা মাথে গায়। তা দেখি জননী হাদি করে হায় হায় ॥ এথা মায়ে কিছু কহিবেন এ কারণ। সন্দেশাদি ত্যাগি কৈল মৃত্তিকা ভক্ষণ ॥ এক দিন এই ঘরে শচী জগন্মাতা । (পুত্রে নিদাইতে কহে পৌরাণিক কথা ॥) প্রতিবাক্যে বিশ্বম্ভর রচয়ে হুঙ্কার। পরম আনন্দে মাতা কহে অনিবার ॥ ওহে বাপ বিশ্বম্ভর কৃষ্ণ মথুরায় । কংসে বধিবারে গেলা কংসের সভায় । কতক্ষণ মল্লযুদ্ধ করি কংসাসুরে । মঞ্চ হৈতে ভূমে পাড়ি বধিলা কংগেরে ৷ শুনি প্ৰভু ক্রোধাবেশে কহে বীর বার । অtর যে অtছয়ে তীরে করিমু সংহার ॥ অীর এক দিন প্রভু শুতিয়া এ ঘরে । স্বপ্নে সম্বোধয়ে শিব ব্রহ্মাদি দেবেরে ॥ ওহে শিব ব্রহ্মা চিন্তা না করিছ মনে । জীব উদ্ধারিয়া মাতাইব সঙ্কীৰ্ত্তনে ॥ ঐছে নানা স্বপ্নে কথা কহে বিশ্বম্ভর । শুনি থুথুংকারে মাত শঙ্কাতি অন্তর ॥ ওহে শ্ৰীনিবাস বিশ্বম্ভর বাল্যাবেশে। কহিতে না জানি কিছু যেরঙ্গ প্রকাশে। বিশ্বম্ভরে লৈয়া এই ঘরে ছিল আই । অকস্মাৎ মহাভীড় হৈল এই ঠাই চতুর্মুখ পঞ্চমুখ আদি দেবগণে । দেখি শচী মায়ের হইল ভয় মনে ॥ এইঘরে জগন্নাথমিশ্র ছিলা শু’য়া । পিতার নিকটে পুত্রে দিল পাঠাইয়। অকস্মাং শুনে নূপুরের শব্দ হয়। বিস্মিত হইয়া পিতা মাতা কত কয় ॥ রজনী প্রভাতে পিতা মাতা সশঙ্কিত । করিল মঙ্গল কৰ্ম্ম যে হয় বিহিত। এথা শিশুগণমধ্যে নাচে বিশ্বম্ভর । সে শোভা দেখিয়া কত কহে পরস্পর ॥