পাতা:ভক্তিরত্নাকর.djvu/৭৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

११8* ভক্তিরত্নাকর। [ बlज* उद्भत्र । গীতে রাগঃ কামোদঃ ॥ কিএ হাম পেখলু কনক পুতলিয়া। শচীর অঙ্গণে নাচে ধূলি ধূষরিয়া ॥ চৌদিগে বিগম্বর বালক বেঢ়িয়া । তার মাঝে নীচে গোরা হরি হরি বলিয়া ॥ উজ্জ্বল কমলপদ ধায় দ্বিজমণিয়া । জননী শুনয়ে ভাল নুপুরের ধনিয়া ॥ কহে বাস্থদেবঘোষ শিশু রস জানিয়া । ধন্য নদীয়ার লোক নবদ্বীপ ধনিয়া ॥ ওহে শ্ৰীনিবাস এ অঙ্গণে বিশ্বম্ভর । নীচে নানা রঙ্গে সে কৌতুক মনোহর । - গীতে বিভীষঃ ॥ শচীর অঙ্গণে নীচে বিশ্বম্ভররায় । হাসি হাসি ফিরি ফিরি মায়েরে লুকায় । বয়নে বসন দিয়া বলে লুকাইলু। শচী বলে বিশ্বম্ভর আমি না দেখিলু। মায়ের অঞ্চল ধরি চঞ্চল চরণে । নাচিয়া নাচিয়া যায় খঞ্জনগমনে ॥ বাসুদেব ঘোষে কহে আপরূপ শোভা । শিশুরূপ দেখি হয় জগমন লোভা ॥ - পুনঃ । রাগ ভাট্যালি ॥ নাচে গোর শচীর দুললিয়া । চৌদিগে বালক মেলি, দেই তার করতালি, হরি বোল হরি পোল বলিয়া ॥ ধ্রু ॥ স্বরঙ্গ চতুন মাথে, গলায় সোনার কাটি। সাধ করে পরায়াছে মায় ধড়া গাছি তাটি ॥ সুন্দর র্চচর কেশ সুবলিত তনু । ভুবনমোহন বেশ ভুরু কামধনু ॥ রজত কাঞ্চন নানা আভরণ, অঙ্গে মনোহর সাজে। রাতা-উতপল ও চরণযুগল

  • রান্ত উতপল-রক্তপদ্ম ॥