পাতা:ভক্তিরত্নাকর.djvu/৭৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ দ্বাদশ তরঙ্গ। ভক্তিরত্নাকর। ጭማ¢ তুলিতে নূপুর বাজে ॥ শচীর অঙ্গণে নচিয়ে সঘনে বোলে অtধ অtধ বাণী । বাস্থদেবঘোষে বোলে, ধর ধর কর কোলে, গোরা যেন পরাণের পরাণি ॥ পুনঃ কামোদঃ ॥ রঙ্গে নাচয়ে শচীর বালা। রূপে করয়ে ভুবন অtলা ॥ জিনি হেম সরসিজ তনু ধূলীধুঘর পরাগ জনু ॥ বেশ ভূষণ শোভয়ে ভালী। হরি বলি দেই করতালী ॥ মুছ হাসয়ে মধুর ছছে। তাহে কেবা বা ধৈর্য বঁধে ॥ চারিদিগে কি কৌতুকে চায়। কর ভরি সর দেই মায়। ভঙ্গি করি ঘন ঘন ঘুমে। ধটি অঞ্চল লোটায় ভূমে ॥ কটি কিঙ্কিণী সুচারু ছটা। তায় ঝিনিনি শবদ ঘট ॥ বাজে ঝনুনু নুপুর পায়। নরহরি সে নিছনি তায় ॥ কি বলিব এই খানে শচীর নন্দন। মায়ের অঞ্চল ধরি করয়ে ভ্রমণ ॥ বাড়ির বাহিরে প্রভু খেলাইতে যায়। কি শুচি অশুচি স্থান সৰ্ব্বত্র বেড়ায় ॥ (७३ খানে দাড়াইয়া কহে শচী আই । না যাহ অশুচি স্থানে অবুধ নিমাই ॥ মায়ের কথায় যে কহিল বিশ্বম্ভর । তাহা শুনিতেই হৈল বিস্ময় অস্তর ॥ খেলায় মৰ্কটখেলা ঐ গঙ্গাতীরে। ডাকয়ে জননী এথা রহি উচ্চৈঃস্বরে। অলক্ষিত আসি এই ঘরে সামাইয়া। ক্রোধাবেশে নানা দ্রব্য ফেলে ছড়াইয়া। নিমাইরে কোলে করি