ግ%J» ভক্তিরত্নাকর। [ দ্বাদশ তরঙ্গ । শচীদেবী এথা । কহে কত নিমাই না মানে তঁর কথা ॥ কোলে হৈতে নামি প্রভু পলাইয়া যায়। হাতেছড়ী করি আই পাছে পাছে ধায় ॥ চতুর্দিকে দেখে লোক কহে বার বার। যশোদার প্রায় শ্ৰীশচীর ব্যবহার। এথা বর্জ্য মৃত্তিক হাড়ির আtসনেতে ৷ বৈসে বিশ্বম্ভর মলিচিহ্ন সর্ববঙ্গেতে ॥ জননী কহয়ে শুচি অশুচি না জান । স্নান করসিয়া শীঘ্ৰ মোর কথা মান ॥ শুনি কত কহে ক্রোধে উল্লাস অন্তরে ৷ ইষ্টকা লইয়t ত্ৰাস দেখান মায়েরে ॥ এথা নারীগণ মধ্যে মুচ্ছ পন্ন আই ! তাহে নারীকেল ফল জানিল নিমাই ) কুকুর শাবক লৈয়া এথাই খেলায়। তাহারে রাখয়ে এই ঘরের পিড়ায় ॥ সে শাবকে আই ছলে দিলেন ছাড়িয়া। এথা গালি পাড়ে মায় নিমাই কান্দিয় ॥ জগতজননী শচীদেবী এই খানে । প্রবোধে বালকে যৈছে কেবা ভtহ জানে ॥(এথা আই সাজাইয়া নানা উপহার। বটবৃক্ষতলে চলে ষষ্ঠী পূজিবার ॥ এথা বিশ্বম্ভর মগ্ন ছিলেন খেলায় । না মানি নিষেধ ষষ্ঠীপুঞ্জীন্দ্রব্য খায় ॥ এথ{ আই ধরি বৃদ্ধ নারীর চরণে নিমাইর মঙ্গল প্রার্থয়ে জনে জনে ॥ এথ নারীগণ নিমাইরে কোলে করি। শিখায়েন যত তাহা করিতে না পারি ) ওহে ঐনিবাস বিশ্বম্ভর ইচ্ছাময় । দুই চোরে যত কৃপা কহিল না হয় । বিশ্বম্ভর অঙ্গে দেখি নানা আভরণ । লইতে করয়ে যুক্তি এথা দুই জন ॥ জগৎ ভুল্লায় যে তাছারে ভুলইয়া। লৈয়া গেলা চোরভ্রমে ভ্ৰমিল
পাতা:ভক্তিরত্নাকর.djvu/৭৮৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।