পাতা:ভক্তিরত্নাকর.djvu/৭৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

११४” ভক্তিরত্নাকর । [ দ্বাদশ তরঙ্গ । হর্ষে হালি এক গ্রাস অন্ন খtয় ! দেখি ভাগ্যবন্ত বিপ্র করে হায় হায় ॥ মিশ্র মহাক্রোধে পুত্ৰে চাহয়ে মারিতে। কহি কত বিপ্র ধরিলেন মিশ্র হাতে ॥ মিশ্রের কথায় পুনঃ করিল। রন্ধন । পুন ঐছে বিশ্বম্ভর করিল ভক্ষণ ॥ পুনঃ বিশ্বরূপের বিনয়ে বিপ্রবর। পাক কৈল পুন ঐছে ভুঞ্জে বিশ্বম্ভর ॥ ভকত বৎসল প্রভু ভুঞ্জি বীরত্ৰয় । শেষে অনুগ্রহ যৈছে কহি সাধ্য নয় ৷ হইল অনেক রাত্রি প্রভুর ইচ্ছাতে । সবে নিদ্রাগর্ত যে যে ছিলেন এথাতে ॥ ভুবনমোহন বিশ্বম্ভর দয়াময় । সুমধুর বাক্যে বিপ্র প্রতি কত কয় ॥ ভক্তাধীন প্রভু এই রন্ধনের ঘরে । দেখি বিপ্র আশ্চৰ্য্য দেখান বিশ্বম্ভরে । অষ্টভুজ শঙ্খচক্রাদিক চতুষ্টয়ে । দ্বয়ে ভুঞ্জে নবনী, বায়য়ে বংশীদ্বয়ে ॥ সৰ্ব্বাঙ্গ সুন্দর রত্নভূষণে ভূষিত । নেত্রের ভঙ্গিতে করে জগৎ মোহিত। দেখে বিপ্র যমুনাপুলিন বৃন্দাবন । চতুর্দিকে শোভয়ে গে৷ গোপ গোপীগণ ॥ দেখি বিপ্ৰ আনন্দে পড়িয়া মহীতলে । ধুইলেন প্রভু-পাদপদ্ম নেত্রজলে ॥ করুণাসমুদ্র প্রভু শচীরনন্দন। জানাই নদীয়াক্রীড়া কৈল আলিঙ্গন ॥ অন্যে এ সকল প্রকাশিতে নিষেধিল । প্রভুব্যক্ত হইলে এ সব ব্যক্ত হৈল । আচ্ছন্নরূপেতে বিপ্র রহি নদীয়ায় । দেখে প্ৰভুলীলা যাহা ব্রহ্মাদি ধিয়ায় ৷ এই খানে এক দিন মিশ্রের তনয় । করয়ে ক্ৰন্দন তাহে বিদরে হৃদয় ॥ জগদীশহিরণ্য ঐএকাদশী দিনে। বিষ্ণুলাগি কৈল নানা সামগ্ৰী যতনে ॥ তাহাই খাইতে আগে চায় বিশ্বম্ভর । শুনিলেন জগদীশহিরণ্য বিপ্রবর }