পাতা:ভক্তিরত্নাকর.djvu/৭৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ তরঙ্গ ভক্তিরত্নাকর। ৭৭৯ বিষ্ণুর নৈবেদ্য ন হইভে আনি দিল। তাহা এথা ভুঞ্জিয়া ক্ৰন্দন সম্বরিল ॥ জগদীশহিরণ্যের ওই বাড়ি হয় । জগন্নাথমিশ্র সঙ্গে অত্যন্ত প্রণয় ॥ কি কব নিমাইর বাল্য চেষ্টা নিরুপম । যখন যে চtয় তাহা ন দিলে বিষম ॥ এথা রছি নিমাই আকাশ-পানে চায় । চাদ ধরি দেহ মোরে কহে শচীমায় ৷ উড়ে পক্ষী দেখি এথা শচীর নন্দন। ধরি দেহ মোরে কহি, করয়ে ক্ৰন্দন ॥ বালিকা সকল মিলি অসিয়া এথায় । নিমাইর উপদ্রপ কহে শচীমায়ু ॥ এথাই আসিয়া পুণ্যবন্ত বিপ্র সব । মিশ্রে কহে নিমাই-চান্দের উপদ্রব ॥ এথা রহি বিশ্বস্তুর প্রতি কহি আই । বিশ্বরূপে ডাকিয়৷ আনহ শীঘ্র যাই। বিশ্বরূপ আছেন স্ত্র অদ্বৈত সভায় ভারে কহে ভোজনে চলহ ডাকে মায় ৷ অগ্রজের বস্ত্রাঞ্চল ধরি বিশ্বম্ভর ) মোহিয়া সবার চিত্ত আইলেন ঘর ॥ স্থান সংস্কারি মুই দিমু সেই ক্ষণে। এই খানে দুই ভাই বসিলা ভোজনে ॥ ওহে বাপ শ্ৰীনিবাস কহিতে কি আর । সে সব ভাবিতে হিয়া বিদরে আমার ॥ এই খানে শচী মিশ্র পুত্রেরে বুঝায়। যে কাৰ্য্য করিলা বাপ ইহা না জুয়ায় ॥ ঋষিসম শ্ৰীমুরারিগুপ্ত নদীয়াতে । সম্ভেই সমীহ তীরে করে সর্ব মতে ॥ ভোজনের কালে তার ভোজন থালিতে। লঘূ কেলা ইথে কেব। নানিন্দে জগতে ॥ তেহেঁ! বিজ্ঞ তেঞি দোষ নানিল তোমার । কোথাও এমন কাৰ্য্য না করিহ আর ॥ বিদ্যারম্ভসময়ে শ্রীমিশ্র এই খানে । পুত্র-ছাথে খড়ি দিল। অতি শুভক্ষণে ॥ ক, খ, গ,