পাতা:ভক্তিরত্নাকর.djvu/৭৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ দ্বাদশ তরঙ্গ। ভক্তিরত্নাকর। ই ל"לף י এথা বিশ্বম্ভর কন্দে ধূলায় লোটায়। অগ্রজবিচ্ছেদে অতি ব্যাকুল হিয়ায় ॥ এথা শচী জগন্নাথমিশ্র দেহে কান্দে । দোহার ক্রদনে কেহ স্থির নাহি বtন্ধে ॥ কোথ। বিশ্বরূপ বলি ডাকে বার বার। কেব। না বুরয়ে গুণে লোক নদীয়ার ॥ হইল ক্ৰন্দনময় মিশ্রের ভবন। সে সব ভাবিতে দুঃখে দগ্ধয়ে । জীবন ॥ শচী{জগন্নাথে সবে প্রবোধে এথায় ৷ হইলেন স্থির বিশ্বন্তরের ইচ্ছায় ॥ এক দিন এথা • পিতা মাতা প্রতি কয় । বিশরপসন্ন্যাসে মঙ্গল অতিশয় ॥ পিতৃকুল মাতৃকুল তেঁহে। উদ্ধারিব । আমি তোমা দোহাকার সেবন করিব ॥ শুনি পুত্রবাক্য দোহে অতিহৰ্ষ হৈল । কোলেতে লইয়া মুখচন্দ্রম চুম্বিল ॥ ওহে শ্ৰীনিবাস বিশ্বরূপের সন্ন্যাসে । ঘুচয়ে চাঞ্চল্য কিছু দিবসে দিবসে ॥ এথা শচী প্রতি কহে মিশ্র পুরন্দর । চুড়াকৰ্ম্ম যোগ্য হইলেন বিশ্বম্ভর । এত কহি দোহে বেদবিহিত বিধানে। করিল পুত্রের চুড়াকৰ্ম্ম এই খানে ॥ গীতে ধানশী ॥ আজু কি আনন্দময়, লোকগতি অতিশয়, শোভাময় শচীর ভবনে । সবার পরাণ জুড়, নিমাইচাঁদের চূড়া,-কৰ্ম্ম কি অপূৰ্ব্ব শুভক্ষণে ॥ দিব্য বস্ত্ৰ অলঙ্কারে, সাজাইয়া বিশ্বম্ভরে, বসাইয়া দিব্যাসন পরি। যে বেদবিহিত আর, লোকরীতি যে প্রকার, তাহা মিশ্র করে যত্ন করি ॥ আসিয়া নাপিত আৰ্ঘা, সাধয়ে সে নিজ কাৰ্য্য, কর্ণমূলে পীতসূত্র দিতে। নারীগণ যজকরে, কে না জয়ধ্বনি করে, ব্যাপিল মঙ্গল পৃথিবীতে ॥)