পাতা:ভক্তিরত্নাকর.djvu/৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় তরঙ্গ। ] ভক্তিরত্নাকর। ዓ » বিপ্রের কথন ॥ আর দিন সবে গোবিন্দেরে জানাইল । না বুঝিনু এই বিপ্ৰ কি কামনা কৈল । গোবিন্দ কহয়ে ইথে অtছয়ে রহস্য । প্রভু-ইচ্ছামতে ব্যক্ত হইবে অবশু ॥ হেনই সময়ে প্রভু গোবিন্দে ডাকিয়া । ( কহয়ে গভীর নাদে ভাববিষ্ট হৈয়া ॥ পুত্রের কামনা করি আইল ব্রাহ্মণ । শ্ৰীনিবাসনামে তার হইব নন্দন ॥ স্ত্রীরূপাদি দ্বারে ভক্তিশাস্ত্র প্রকাশিব। ক্রীনিবাসদ্বারে গ্রন্থরত্ব বিতরিব ॥ মোর শুদ্ধপ্রেমের স্বরূপ শ্ৰীনিবাস । তারে দেখি সৰ্ব্বচিত্তে বাঢ়িল উল্লাস ॥ শীঘ্ৰ গৌড়দেশে বিপ্র করাহ গমন। ঐছে বহু কহি কৈল ভাবসম্বরণ ॥ এথা স্বপ্ন-ছলে হৈল জগন্নাথাদেশ । না কর বিলম্ব বিপ্ৰ যtহ গৌড়দেশ ॥ জন্মিব তোমার এক পুত্র প্রেমময় । অল্পকালে সর্বশাস্ত্রে হইব বিজয় ॥ ঐছে স্বপ্ন দেখি বিপ্ৰ ভাবে মনে মনে । এ স্থখ ছাড়িয়া আমি যাইব কেমনে ॥ ব্রজেন্দ্রনন্দন গৌরচন্দ্র জগন্নাথ । মো হেন পামরে করিলেন আত্মসাৎ ৷ কহিতে প্রভুর চারু চরিত্র মঙ্গল । পত্নীর সহিত বিপ্র কান্দিয়া বিহবল ৷ হেনকালে গোবিন্দ আইল সেই খানে । যত্ন করি বিপ্ৰে লৈয়া গেলা প্রভূ-স্থানে ॥ প্রভুপ্রিয় বিপ্ৰে নিজ-ভৃত্য সঙ্গে দিয়া । আনিলেন নীলাচলচন্দ্রে দেখাইয়। ॥ হাসি কহে জগন্নাথ প্রসন্ন তোমারে । তুঞা মনোরথ সিদ্ধি হইব অচিরে ৷ শীঘ্ৰ গৌড়দেশ তুমি করহ গমন । নিরন্তর করিবে শ্ৰীনামসঙ্কীৰ্ত্তন ॥ এত কহি বিপ্রে প্রভু করিলা বিদায়। চলে বিপ্র কাত্তরে