পাতা:ভক্তিরত্নাকর.djvu/৭৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ দ্বাদশ তরঙ্গ । ভক্তিরত্নাকর। *○ জগন্নাথমিশ্র এই খানে। পুত্ৰে যজ্ঞসূত্র দিব বিচারয়ে মনে ॥ করিল দিবস স্থির আনি বন্ধুগণ । মহানন্দে পূর্ণ হৈল মিশ্রের ভবন ॥ যজ্ঞসূত্র সময়ে কৌতুক নাই অন্ত । বিবিধপ্রকারে তা বর্ণয়ে ভাগ্যবন্ত ॥ গীতে যথ—কামোদঃ ॥ কি আনন্দ নদীয়া নগরে ৷ খ্ৰীশচীদেবীর পুত্র, ধরিবেন যজ্ঞসূত্র, এই কথা প্রতি ঘরে ঘরে । স্নেহেতে বিহ্বল হৈয়। কে বা না চলয়ে ধা’য়া নানা দ্রব্য লৈয়া মিশ্রালয়ে । নিরুপম মিশ্ৰtলয়, লোকভীড় অতিশয়, সে শোভায় কে বা না ভুলয়ে ॥ মিশ্র মহাহৰ্ষ হৈয়া, করে বেদমত ক্রিয়া, যজ্ঞসূত্র দেই গোরাচান্দে। গৌরমূৰ্ত্তি মনোহর, পরিধেয় রক্তাম্বর, হাতে দিব্য দণ্ড বুলি কান্ধে । প্রভু ভিক্ষা করে রঙ্গে, দেখি দেবনারী সঙ্গে, মানুষে মিশায় ভিক্ষা দিতে। প্রভু প্রিয়গণ যারা, কত না কৌতুকে তারা, ভিক্ষ দেই প্রভুর ঝুলিতে \মঙ্গলবিধান যত কে তাহা কহিবে কত, কিবা স্ত্রীগণের যজকার । বিপ্রে বেদধ্বনি করে, শুনি কে ধৈর্য ধরে, ভাটগণে পড়ে কায়বার ॥ জয় জয় কলরব, ব্যাপিল সে দিশ সব, নৃত্য গীত বাদ্য নানা ভীতি 1) দাস নরহরি ভণে, যাচক উচিত দানে, ভণয়ে স্বয়শ সুখে মাতি ॥ পুর্নর্ধনশী ॥ জগন্নাথ মিশ্রের ভবনে । বাজে বাদ্য মঙ্গল বিধানে ॥