পাতা:ভক্তিরত্নাকর.djvu/৭৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ দ্বাদশ তরঙ্গ । ভক্তিরত্নাকর । ԳԵ է: পুত্রের চেষ্টা মিশ্র পুরন্দর। লৈয়া গেলা গঙ্গাদাস পণ্ডিতের ঘর ॥ গঙ্গাদাসে করিলেন পুত্র সমর্পণ । গঙ্গাদাস যত্নে পড়ায়েন ব্যtকরণ ॥ দিনে দিনে ব্যাকরণে হৈলা চমৎকার । তাহt দেখি কেবা না প্রশংসে নদীয়ার ॥ একদিন এইখানে প্ৰভু গৌরচন্দ্র। তাম্বল ভক্ষণ করি হাসে মদ মন্দ। অকস্মাৎ মূৰ্চছাপন্ন এথাই হইলা । মাতা পিতা যত্নেতে চেতন করাইলা ॥ স্থির হৈয়া প্রভু মাতা পিতা সন্তোষিল । বিশ্বরূপ প্রসঙ্গাদি অনেক করিল ॥ এই ঘরে জগন্নাথ মিশ্র পুরন্দর। স্বপ্নে দেখে সন্ন্যাস করিলা বিশ্বম্ভর ॥ নিদ্রাভঙ্গ হৈলে প্রাতে ব্যাকুল হইয়। করয়ে প্রার্থনা কত দেবে সম্বোধিয়া ॥ রজনী প্রভাতে কহে শ্ৰীশচীদেবীরে। বুঝি বা নিমাই মোর না থাকয়ে ঘরে ॥(জগন্নাথমিশ্রে এথা কহে শচী আই । নিমাই রহিব ঘরে কুন চিন্ত নাই । পঢ়া বিনা নিমাইরে কিছু নাই ভায় ৷ হইবেন যোগ্য মাতা পিতার সেবায়। অনেক প্রকারে কহিলেন শচীমাত ) তথাপি না ভুলয়ে দারুণ স্বপ্ন কথ! ॥ এক দিন এথা বসি মিশ্র পুরন্দর। মনে মনে কহে পুত্র ছাড়িবেন ঘর ॥ এত কহি অধৈর্য্য ছড়িয়ে দীর্ঘশ্বাস । অকস্মাৎ দেহে জ্বর হইল প্রকাশ ॥ কি কহিব মিশ্র অদর্শন যেন মতে । বিদরয়ে হৃদয় সে সব সোঙরিতে ॥ এথা ভুমে পড়ি শচী শচীর তনয়। করয়ে ক্ৰন্দন যাতে জগত কাদায় ॥ প্রভুর ইচ্ছায়ে নবদ্বীপবাসিগণ । দেহে স্থির করি স্থির হৈল। ( సెన )