পাতা:ভক্তিরত্নাকর.djvu/৭৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*vv ভক্তিরত্নাকর। [ দ্বাদশ তরঙ্গ। বিজ্ঞগণ ॥ গীতে যথা—ধানশী ॥ কি আনন্দ নদীয়া নগরে । নিমাইর বিবাহ কথা প্রতি ঘরে ঘরে ॥ কি নারী পুরুষ নদীয়ার । বিবাহ দেখিতে হিয়া উথলে সবার ॥ ভাটগণ চলয়ে ধাইয়া । পাইব অনেক ধন মনে বিচারিয়া ॥ নর্তক বাদক আদি যত । করে ধাওয়া ধাই কত করি মনোরথ ॥ চলয়ে গণকগণ ধা’য়। করাইব বিবাহ অপূৰ্ব্ব লগ্ন পায় । মালিগণ চলয়ে উলাসে। নানাপুষ্প হার লৈয়৷ শ্ৰীশচী-আবাসে ॥ এক মুখে কহিবে কে কত। দরিদ্র যাচক তারা চলে শত শত ॥ নরহরি মনে এই আশ । দেখিব কি আখি ভরি বিবাহবিলাস ॥ পুনপূর্ণনশী ॥ (নদীয়ার নব, নব বধু সব, বিরলেতে কহে মধুর হাসি। ধন্য মোরা মেন, দেখিব এহেন, বিবাহ সে মুখ সায়রে ভাসি ॥ কেহো কহে আৰ্য্য, বল্লভ অংচাৰ্য্য, ভাৰ্য্যা তার পতিব্ৰতা মুরীতি । হেন লয়ে চিতে, পুরব পুণ্যেতে, পাবে এ জামাতা দুল্লভ অতি ॥ কেহো কহে ধন্য, বল্লভের কন্যা, লক্ষী রূপবতী লখিমি যেনো । হেন ভাগ্যবতী, কে আছে এমতি, পাবে পতি যিনি মদন মোনে ॥ কেহে কহে ভালি, কৈলে ঘটকালি, বনমালী কত আনন্দ পায়। অধিবাস আজি, চল চল সাজি, নরহরি আলি গেলেন কৈ’য়া ॥