পাতা:ভক্তিরত্নাকর.djvu/৭৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ व्रॉलभं उन्नत्र । ভক্তিরত্নাকর। ৭৯১ পুনঃ কামোদঃ ॥ (কুলবধূগণ, উলসিত মন, পানি সাইবারে সাজয়ে রঙ্গে । গোরা মুখশশী, হেরি হেরি হাসি, উলু লুলু দেই পুলক অঙ্গে ॥ চলে ঘরে হৈতে, কত উঠে চিতে, গৌরবিধু অঙ্গসৌরভে মাতি । অথির অন্তর, ভাবে গর গর, আঁখি কোণে ভঙ্গি কত না ভাতি ॥ পরস্পর কত, কহে অবেকত, কে ন৷ নিছে তনু রঙ্গিণী রীতে । বাস ভূষা বেশে, ধৈর্য বিনাশে, কে পারে সে শোভ উপমা দিতে ॥ নূপুর কিঙ্কিণী, নন। বাদ্যধ্বনি, কি মধুর কছি না তালে মুখে । পানিশায়ি শেষে, ভবনে প্রবেশে, নরহরি হিয়া উথলে সুখে ॥\ পুনঃ কামোদঃ ॥ কিবা, শ্ৰীশচী ভবনমাঝে। বিবিধ মঙ্গল, কলরবে সভে, ভ্রময়ে বিবাহ কাজে ॥ সেজে গোরা গোকুলের ইন্দু। বিবাহবিহিত, স্নানে অতিশয়, উগলে আনন্দসিন্ধু । (কুলবধু সুমধুর ছান্দে। সুচারু কুন্তলে, তৈল দিব বলে, বারে বারে জাউ লাইয়। বন্ধে ॥ কেহে। হলদি মাথায় গায় । হলদি মলিন হেরি হাসে সবে, পরণ নিছয়ে তায় ॥ কেহ গন্ধদ্রব্য সেই অঙ্গে । সেনা অঙ্গগন্ধে, এ গন্ধমদ হরে, কে দিবে উপম অঙ্গে ॥ তাভিষেক কৈল গঙ্গাজলে । নরহরি পাণি,-তোল লইয়া তনু, পৌছয়ে কৌতুক ছলে ॥ পুনঃ কামোদঃ ॥ আজু কত না আনন্দ মনে বসিয়া আসনে, বিশ্বম্ভরবেশ,