পাতা:ভক্তিরত্নাকর.djvu/৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয়বারের বিজ্ঞাপন । বৈষ্ণবপ্লবয় অনুগ্রাহক গ্রাহকমহোদয়গণের নিকট নিবেwম এই যে, রামনারায়ণ বিদ্যারত্ন মহাশস্থ ১৩১১ সালেঞ্জ ২৬ শে শ্রবণ পরলোক গমন করেন, আমি তাহীর বৈবাহিক অর্থাৎ তাহর পুত্রবধুর পিতা । বিদ্যারত্ন মহাশয়ের পুত্র ও, কন্যা কেহ ন থাকায়, তিনি পরলোক গমনের পূর্বে র্তাহার । কুলদেবতা প্রখ্রস্রাধারমণদেবঠাকুর, শ্ৰীশ্ৰীখগৌরাঙ্গ মহাপ্ৰভু । এবং স্ক্রীনিত্যনিন্দ-প্রভুর সেবাইংরূপে আমাকে নিযুক্ত করিয় রাখিয়া ষান, আমি তদবধি উহার সত্ত্বে সত্ত্বধীন হুইয়৷ ৷ উক্ত সেবীকাৰ্য্য ও গ্রন্থাদি মুদ্রাঙ্কনকাৰ্য্য পরিচালন বরিরেছি। সম্প্রতি ভক্তিরত্নাকর-গ্রন্থখানী একেবারে নিঃশেষ ওয়ায় কাশীন্ধীজীরের বৈষ্ণবপ্রবর গৌড়রাজর্ষি, ধৰ্ম্মরাট, ’ গুক্তিসাগর মহারাজ ত্রল ভ্রমণীন্দ্রচন্দ্রনী বাহাদুরের প্রাচন । গ্রন্থ প্রকাশের সম্পাদক পণ্ডিতথর ক্রযুক্ত রাগবিহারিসন্থ- , তীৰ্থমহাশয়ের দ্বার উত্তমরূপে সংশোধনপূর্বক দ্বিতীয়ুসংস্করণ মুদ্রাঙ্কনে প্রবৃত্ত হইলাম। বৈষ্ণবসম্প্রদায়ের ইতিবৃত্ত জানিতে • হইলে এই গ্রন্থই একমাত্র আদর্শ। গ্রাহকমহোদয়গণ · এই ভক্তিরত্নাকর গ্রন্থখানী সদরে, গ্রহণপূর্বক পাঠ করিলে - আমার পরিশ্রম ও অর্থব্যয়ের সফলতা জ্ঞান কৱিৰ। ইতালং কিন্তরেণ । দ্বৈতস্তাব্দ ৪২৬ । বঙ্গাব্দ ১৩১৯ বৈশাখ। . নি-ইরাদেব মিশ্র বছরমপুর-সাধারমণধর, ुइडिछि८न्नर्नेिो गऊ !