পাতা:ভক্তিরত্নাকর.djvu/৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭২ ভক্তিরত্নাকর । [ দ্বিতীয় তরঙ্গ । প্রণমি প্রভুপায় ॥ বিদায়ের কালে প্রভু ভূত্যের যে রীতি । তাহা বর্ণিবারে নাহি আমার শকতি ॥ প্রভু-পরিকরের চর:ে প্ৰণমিল। করিয়া বিনয় দৈন্য বিদায় হইল ॥: শ্রীচৈতন্যদাস বিপ্রে বিদায়-সময় ৷ হইল ব্যাকুল ভক্তগণের হৃদয় ॥( যাত্র কৈল বিপ্র পত্নী-সহিত সত্বরে । পতিতপাবনে প্ৰণমিয়া সিংহদ্বারে ॥ কান্দিতে কান্দিতে বিপ্র পথে চলি যায়। যে তারে দেখয়ে তার নয়ন জুড়ায় ॥ গৌড়দেশে আইলা বিপ্র প্রভুর আদেশে । এ সকল কথা ব্যক্ত হৈল সৰ্ব্বদেশে ॥ মনের উল্লাসে যাজিগ্রামে উত্তরিল । বলরামশৰ্ম্ম। প্রতি সকল কহিল ॥ দুই চারি দিবস থাকিয় সেই খানে বলরাম সহ অইলা নিজ-ব{সস্থানে ॥ গ্রামবাসী সুহৃদগণ গমন শুনিয়া । শ্রীচৈতন্যদাস-বিপ্রে মিলিলা আসিয়া ৷ পাচ সাত দিবস রহিয়া বলরাম । মনের অনন্দে আইলেন যাজিগ্রাম ॥ শ্ৰীচtখন্দিগ্রামের ভাগ্যের সীমা নাই। শ্রীচৈতন্তদাস বিপ্র রহে যেই ঠাই ॥ শ্রীচৈতন্তদাসের কি প্রেম অনর্গল । কৃষ্ণকথারসে সদা হয়েন বিহবল ৷ শ্ৰীগৌরচন্দ্রের পদে সমপিয়া মনঃ । নিভৃতে করয়ে নিত্য নামসঙ্কীর্তন ॥ শ্রীচৈতন্যদাসের অপূৰ্ব্ব ভক্তিরীত। গ্রামবাসী কেহ কেহ দেখি পায় প্রীত ॥ কেহ কেহ কহে এ সকল অনর্থক। এই হেতু ধনহীন হৈল অপুত্ৰক ৷ শুনিয়া এ সব বাক্য ব্রাহ্মণী ব্রাহ্মণে । কারে কিছু না কহে হাসয়ে মনে মনে ॥ খণ্ডাইতে এই সব লোকের দুৰ্ম্মতি । কত দিনে লক্ষীপ্রিয়া হৈল