পাতা:ভক্তিরত্নাকর.djvu/৮০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭৯২ ভক্তিরত্নাকর। [ দ্বাদশ তরঙ্গ } রচয়ে বয়স্যগণে ॥ গন্ধ চন্দন চরচে গায়। বিরচয় চারু, ললাটে তিলক, কেবা না ভুলয়ে তায় । বান্ধি চাচর চিকুর ভালে। মনের উল্লাসে, মধুর ছান্দে, বেড়য়ে মালতীমালে ॥ কাণে কুণ্ডল অর্পণ করে । বালকয়ে গণ্ড-তটে গণ্ড যুগ, দর্পণদরপ হরে ॥ গলে দেই মণিময় হার । পরিসর বুকে, দোলে সুললিত, কে দিবে উপমা তার ৷ বাহু অঙ্গদ বলয় কুরে । অস্কুলে অঙ্গুরী, সোপি মুখপানে, চাহি ন ধৈর্য ধরে ॥ সিংহ ধিনি মাজ। খানি ক্ষীণ । সোনার শিকলি, সাজাইতে অ'থি, হইল নিমিখ হীন ॥ বেশ বিন্যাস ভুবনলোভ। রক্তপ্রান্তবাস, পরাইয়া নর,-হরি নিরখয়ে শোভা ৷ পুনঃ কামোদঃ ॥ বেশ বনাইয়া সহচরে । শশিসম স্নবর্ণ দৰ্পণ দেই করে ॥ নিমাইচন্দের বেশ দেখি । অীনের কি দেবেও ফিরাইতে নারে অধি। নিজ সখীসহ শচী আই। (করয়ে মঙ্গল কত পুত্রমুখ চাই ॥ নববধূগণ দূরে রৈয়া । না ধরে ধৈর্য গোরাচান্দপানে চা’য়া ॥ উলু লুলু দেয় নারীগণ। বিবাহ বিনোদ কথা ভরিল ভুবন ॥ প্ৰণমিয়া জননীর পায়। বিবাহ করিতে যাত্রা করে গৌররায় বেদধ্বনি করে বিপ্ৰগণ। বাজে নানা বাদ্য শব্দ ভেদয়ে গগন ॥ কৌতুক কহিতে কেবা পারে। নরহরি সাতারয়ে সে সুখপাথারে ॥ পুনঃ ভূপালী ॥ t আজু, গোধূলী সময় শুভক্ষণ, গোরগুণমণি ভুবনমোহন,