পাতা:ভক্তিরত্নাকর.djvu/৮০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ দ্বাদশ তরঙ্গ । ভক্তিরত্নাকর। ৭৯৩ বেশ বিরচিত বিবাহ বিহিত, সুমুদুল তনু ছবি ছলকয়ে । কোটি মনমথ গরব-ভঞ্জন, কঞ্জদিঠি জন-হৃদয়রঞ্জন, চাহি চহু দিশ হালি লহু লহু, চড়ত চৌদল ঝলকয়ে ॥ চলত বল্লভভবন ভুমুর, বেঢ়ি গতি অতি মন্দ সুমধুর, বন্দিগণ ভুরি মঙ্গল, ভুবন ভরু জয় জয় ধ্বনি। নটত নটগণ, উঘটি থৈ তত, থোঙ্গ থোঙ্গিন গান রত কত, পিরচি রুচির চরিত্র স্থর সঞে, সরস রস বয়ষত গুণী ॥ বাদ্য কত কত ভাতি বায়ুত, বাদ্য পাঠ অভঙ্গ ভয়ত, স্থঘর বাদক বৃন্দ বাদ্য, সমুদ্র মধি যনু সন্তরে । গগনে স্থরগণ মগন আতিশয়, সঘনে অলিমিখ নয়নে নিরিখয়, বিপুল পুলক, অলক্ষ খিতি উতরত, কি কৌতুক অন্তরে ॥ নারী পুরুষ অসংখ্য ধীয়ত, প্রসর পথ নিরুপম সুহায়ত, দীপ শত শত উজর যামিনী,-নাথ কর পরকাশই। ধরণী অধিক উছাহে প্রফুল্লিত, জাহ্নবীজল ভেল উছলিত, দাস নরহরি কহব কিয়ে, পশু পাখি সব সুখে ভাগই ॥ পুনভূপালী ॥ (গোরাচান্দের বিবাহ দেখি বারে । কত না মনের সাধে, ধায় নদীয়ার নববধূগণ ধৈর্য ধরিতে কেউ নারে ॥ নিরুপম বেশ বাস, ভূষণে ভূষিত তনু, ঝলমল করে সে ভঙ্গিমা শোহে ভালো। চলিতে বাজয়ে কটি-কিঙ্কিণী নুপুর পদে, সুমধুর গগম করয়ে পথ আলো । সে রস-জাবেশে, পরস্পর কত, কয় কিবা সুললিত, বেসর দোলয়ে নাসামূলে । যুঙটে আবৃত মঞ্জু, মুখে মৃদু মৃদু হাগি, হালি ছটা ঘট{য় কেবা বা নাই ( २०० ) ?