পাতা:ভক্তিরত্নাকর.djvu/৮০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ দ্বাদশ তরঙ্গ । ভক্তিরত্নাকর। ፵፭p¢ রণ ॥ হেন কন্য। বিবিধ বিধানে। করিল প্রদান মিশ্র শচীর নন্দনে ॥ বিপ্ৰগণে করে বেদ ধ্বনি । উলু লুলু দেই যত কুলের রমণী ॥ বাজে বাদ্য বিবিধ প্রকার। নাচয়ে নৰ্ত্তক ভাট পড়ে কারবার ) দেবগণ বিমানে চড়িয়া । বরিষে কুহুম অলক্ষিতে জয় দিয়া ॥ ভুবন ব্যাপিল মহামৃখে। নরহরি কত না কহিব এক মুখে ॥ পুনভূপালি ৷ গোরা গুণমণি, প্রাণপ্রিয়া-সহ, বিলপয়ে সে যে বাসরঘরে । কুল বধূগণ, ঘন ঘন করু, গতাগতি কত, কৌতুকভরে ॥ কেহ নানা ছল, করি পরিহাস, করে হদি হালি, মনের স্বখে। কেহো গোরা কর, কমলে তাম্বুল, দিয়া কহে দেহ, লক্ষীর মুখে ॥ কেহ গোরা-বিধু-বদনে তাম্বুল, দিতে চিতে বহু, বাঢ়য়ে প্রীতি । কেহো পল্লশের, পাধে বঁধে কেশ, আউলাইয়া নারে, ধরিতে ধৃতি ৷ কেহো বিশ্বম্ভর-কোলে লখিমীরে, বসাইয়া চারু, ভঙ্গিতে চাহে 'ಕ' নরহরি, বাগরে যে রস, উথলয়ে নাহি, উপমা তাহে ॥ পুনশ্চ তোড়ী ॥ - গোরা, চাঁদের ধিবাহু পর দিনে । কত, আনন্দ উথলে । তায় রজনী বিহানে ॥ কুল-বধূগণ চারিদিগে ধায় । দেখি বর কন্যা শোভা লবে নয়ন জুড়ায় ॥ কিবা, বল্লভ ঘরণী ভাগ্যবতী । পীয়া, জামাতা রতন না জানয়ে তাছে কতি ॥] মিশ্র বল্লভ উদার অতিশয় । লিঙ্গ, জামাতা মঙ্গল হেতু কিবা ম{