পাতা:ভক্তিরত্নাকর.djvu/৮০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭৯৬ ভক্তিরত্নাকর । [ দ্বাদশ তরঙ্গ । করয় ভালে, বল্লভlজামাতা গৌরহরি। হর্ষ, হইলেন বিবাহ বিহিত কৰ্ম্ম করি ৷ কৈল, কাৰ্য্য সমাধান সুবিধানে। নয়,হরি কহে বল্লভে প্রশংসে দেৱগণে ॥ পুনঃ তোড়ী । গৌর গোকুল, চন্দ্র চলু নিজ, গেহে নিশি পরভাত । বিরলে বল্লভ, স্নেহে কহি কত, কহল লখিমিক মাত ॥ চুেরি পথ যত, নারী ধৈর্য না ধরই বরই নয়নি। লখিমি সহচরী জানে লথিমিক, নাথ কয়ল পয়ান ॥ শঙ্খ দুন্দুভি, ভেরী বীজত, বাদ্য বিবিধ প্রকার। নটত নৰ্ত্তক, বৃন্দাগtয়ত, গীত গুণী অনিবার ॥ বেদ উচরত, বিপ্ৰগণ গুণ, বন্দি করু পরকাশ। ভুবন ভরি জয়, জয় কি নরহরি, ভবন পহু ক বিলাস । পুনঃ কামোদঃ ॥ \বিবাহ করিয়া বিশ্বম্ভর । শ্বশুরালয়েতে হৈতে অইল৷ নিজঘর ॥ আনন্দ কহিতে ন পারি। করয়ে মঙ্গল যত পতিব্ৰতা নারী ॥ শচী পুত্রবধু কোলে লৈয়া । কৈল আশীবৰ্বাদ বহু ধান্য দূর্ব দিয়া । শচীস্নেহের নাই পার । পুত্রমুখ বধুমুখ চুম্বে কত বার ॥ লক্ষী-বিশ্বম্ভর শোভা দেখি । কেহ ফিরাইতে নীরে অনিমিথ আঁখি ॥) ভুবনমোহন গোরীরায় । সুমধুর ভাষে পতিতেlষয়ে সবায় ॥ ভাট নট স্বাদক।দি যত । করিলেন পূর্ণ সকলের মনোরথ ॥ নরহরি কহে উভরায়। দেখি যেন এহেন কৌতুক নদীয়ায় ॥