৭৯৮ ভক্তিরত্নীকর । [ দ্বাদশ তরঙ্গ । শীঘ্ৰ বঙ্গদেশ হৈতে করিল গমন। এখা আসি প্রণমিলা মায়ের চরণে। মায়ে প্রবেধিলা কত কহি এই খানে ॥ প্রভুর অদ্ভুত রঙ্গ বুঝে কোন জন। বিদ্যারলে বিহ্বল লইয়া শিষ্যগণ এথা সাত পুত্রের বিবাহ চিন্তে চিতে । পুত্রের সদৃশ কন্যা না পায় চাহিতে ॥ সনাতনমিশ্রের দুহিতা বিষ্ণুপ্রিয় ভারে স্থির কৈল গঙ্গাঘাটে মানে গিয় ॥ কাশীনাথপণ্ডিত শ্ৰীশচীর আজ্ঞাতে । বিবtছঘটনা যত্নে কৈল তার সাতে ॥ বিষ্ণুপ্রিয়। সনে 'বিশ্বস্তরের সম্বন্ধ ) শুনি সকলের হৈল পরম আনন্দ ॥ বুদ্ধিমন্তখান অীর মুকুন্দ সঞ্জয় । বিবাহের ভার লৈয়া পরস্পর কয় ॥ এ বিবাহ হবে রাজপুত্রের সমান। দেখি সব লোক যেন জুড়ায় নয়ন ॥ ভক্ত-ইচ্ছাধীন গৌর ব্রজেন্দ্রতনয়। শুনিয়! ভক্তের বাক্য ঈষৎ হাসয় ॥ বৃদ্ধিমন্তখনি আদি মহাহৰ্ষ মনে । হইলা তৎপর বিবাহের আয়োজনে ॥ (বড় বড় চন্দ্রীতপ এথা টানাইল । অনিয়া কদলীবৃক্ষ এখানে রোপিলা ॥ পুৰ্ণঘটআদি যন্ত মঙ্গল প্রকার । করে যে নিযুক্ত লোক লেখা নাই তার ৷ পুষ্পমাল চন্দনাদি স্থলজ কারণে। করিল নিযুক্ত লোক এ নির্জন স্থানে ॥ কৈল যে সম্ভার তাহ কহিল নী হয় । অর্থব্যয় করিতে উল্লাস অতিশয় ॥ গায়ক বাদক নৰ্ত্তকাদি যত আর । এ সকল স্থানে স্থিতি হৈল সে সভার ॥ অধিবাস পূর্ব দিনে মহা আয়োজন নবদ্বীপে সৰ্ব্বত্রই হৈল নিমন্ত্রণ । লোকের সংঘট যত অধিবাস দিনে। যৈছে কোলাহল তা বর্ণিল কোনজনে ॥লাই মহা আনন্দ-নিমগ্ন জনিবার।
পাতা:ভক্তিরত্নাকর.djvu/৮০৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।