[ দ্বাদশ তরঙ্গ । ভক্তিরত্নাকর। Գ:ՏԷ সখীগণে দিলেন মঙ্গল-কার্য ভার ॥ পতিব্ৰতাগণ যৈছে অfইলা এ ভবনে। যৈছে জল সাইলেন অধিবাস দিনে ॥ তাধিবাগ বিবাহে যে কৌতুক হইল । তাছা কপিগণ নানাপ্রকারে বধিল ৷ - গীতে যথ। কামোদঃ ॥ নদীয়া নগরে হৈল ধ্বনি। করিব বিবাহ পুনঃ গোর গুণমণি ॥ সনাতনমিশ্র ভাগ্যবান। করিবেন নিমাইর্টদেৱে কন্যাদান ॥ বিষ্ণুপ্রিয়া নাম সে কন্যার। রূপে গুণে ভুবনে তুলনা নাই তার ॥ কালি হবে শুভ অধিবাস। দেখিব নয়ন ভরি বিবাহবিলাস ॥ কতক্ষণে নিশি পোহাইব । শ্ৰীশচীভবনে পানি সইতে যাইব ॥ নরহরি কহে হেন বালি । তো সভার অনুরাগে পোহাইল নিশি ॥ পুনশ্চ তোড়ী ॥ § নিশি পরভাতে, নিভৃত নিকেফে, কুলবধূকুল বিলসে রঙ্গে । কেহ কারু প্রতি, কহুে ইকি অতি, গৌরভ डब्रल অলস অঙ্গে ॥ শুনি রসবেশে, ੋਂ নিশিশেষে, স্বপনে সে নব নদীয়াবিধু। তেরছ নয়নে, চাহি আম পানে, হালি মিষে যেন বরিষে মধু ॥ ধীরে ধীরে কহে, মোর এ বিবাহে, জল সাইবারে আইবে প্রাতে । এত কহি করে, ধরি বারে বীরে, অলিঙ্গয়ে কত, কৌতুক, তাতে ৷ সে তনু সৌরভ, পরশে এ সব, তো সম্ভে কহি যে নিলজি হৈয়া। অধিবাস আজি, বেগে চল সাজি, নরহরিনাথে মিলছ গিয়া ॥
পাতা:ভক্তিরত্নাকর.djvu/৮০৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।