ভক্তিরত্নাকয় । [ चांग* उज्ञत्र । ظ ?مط শোভয়ে কিবা, গন্ধরাজ চাপা দেই কাণে । মণি মুকুতার মালা, গলায় দোলয়ে, কিবা, ঝল মল করে আভরণে। পরিয়া পাটের শাড়ী, ছাড়িয়া ভবন কিবা, চলি যায় গজেন্দ্রগমনে। নরহরি নাথে নির,-খিয়া হিয়া উথলয়ে, কেউ কিছু কহে করুি কীনে ॥ পুনঃ যথা—রাগঃ ॥ 象 সই ! ওই দেখ নদীয়ার চান্দে । ভুবনমোহন ওনা, রূপের নিছনি লৈয়া, কত শত মদন চরণে পড়ি কন্দে ॥ ধ্রু ॥ রসে ডুবু ডুবু দুটি, নয়ান চাহনি বিধি, সিরজিল যুবতি বধিতে হেন বসি । বদনচন্দের শোভা, চান্দের গরব হরে, হাসি মিশে অমিয়া বরিষে রাশি রাশি ॥ আহা মরি মরি মেন কত না মনের সাধে, কেবা বনাইল এ না বিবাহের বেশ । পরম উজ্জ্বল অতি, বিচিত্র মুকুট মাথে, ঝাঁপিয়াছে চিকন চাচর চারু কেশ ॥(মঙ্গল বিহিত পীত,-স্থত। দুৰ্ব্বাদল করে, নিরুপম কনক দর্পণ ভাল শোহে। পরিধেয় বসন ভু,-ষণ সুমধুর প্রতি, অঙ্গের ভঙ্গিতে নরহরি মনমোহে ॥) পুনর্যথা—রাগঃ ॥ অtহ মরি কি মধুর রীতি। নদীয়া নাগরী, গোরাচান্দে হুেরি, ধরিতে নারয়ে স্কৃতি ॥ ধ্রু ॥ কেহে ধীরি নীরি, কহে ভঙ্গিকরি, কি কায কুলের লাজে ৱিশি দিশি গোরা,-সহ বিলম্বি, রাখিব, বুকের মাঝে ॥ কেছে৷
পাতা:ভক্তিরত্নাকর.djvu/৮১৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।