পাতা:ভক্তিরত্নাকর.djvu/৮১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ बlग* छद्रत्र । ভক্তিরত্নাকর। b">。 কহে এবে, সে রসে মাতিয়া, দেখিব বিবাহ রঙ্গ । (সামা’র বাসর, ঘরে ছল করি, ছুইব সোনার অঙ্গ ॥ এই মত কত, মনোরথ তাহ, কহিতে না আসে মুখে নরহরি সহ, সনাতন মিশ্র ভবনে প্রবেশে সুখে ॥ - পুনঃ যথা—রাগঃ ॥ সনাতন মিশ্রের ভবনে। যে মঙ্গল ক্রিয়া তা কহিতে কেব। জানে ॥ বীজে নানা বাদ্য শোভাময় । উথলে আনন্দ কোলাহল অতিশয় ॥ বন্ধুগণসনে সনাতন । আগুগরি আসে নিতে জামাতা-রতন। জামাতা কি মনোহর সাজে। বল মল করে দিব্য চতুৰ্দ্দল মাঝে ॥ চতুর্দিগে ব্রাহ্মণ সজ্জন। অসংখ্য লোকের ভিড় না যায় গণন । কারু হতে হাত দিয়া অন্ধ দাড়াইয়া রহয়ে যে দিকে গৌরচন্দ্র ৷ পক্ষুগণ রাজ পথে আসি। দেখয়ে মনের সাধে গোরা-রূপরাশি। যেবা কেউ চলিতে না পারে । ধরিয়ালগুড় পথে আইসে ধীরে ধীরে । কেবা নাহি গোরা গুণ গায় । না জানয়ে কত সুখ বঢ়িয়ে হিয়ায় ॥ নানা বাদ্য বীজে নানা ছন্দে । নীচে বাল বৃদ্ধ কেউ খির নাই বাধে। কত শত মহাদীপ জলে । ধরণি ছাইল আলো গগণ মণ্ডলে ॥ কেহে কুন রঙ্গ প্রকাশয় । ব্যাপয়ে সকল মহীতলে যাহা হয় ॥ মিশ্র মহা উল্লসিত মনে । জামাতা লইয়। কোলে প্রবেশে ভবনে ॥ অপূর্ব আসনে বসাইয়ী । করে পুষ্পবৃষ্টি চান্দমুখ-পানে চায়। জয় জয় ধ্বনি অমিবার ।