পাতা:ভক্তিরত্নাকর.djvu/৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* 8 ভক্তিরত্নীকর । { দ্বিতীয় তরঙ্গ । জনিয়ে পূর্বে এ নাম প্রচার ॥ ঐছে কত কহে সবে হইয়া উল্লাস । সৰ্ব্বচিত্তাকর্ষণ করয়ে শ্ৰীনিবাস ! কত দিনে হামাগুড়ি বেড়ায় অঙ্গণে । সে কৌতুক দেখি উল্লাসিত সৰ্ব্বজনে ॥ ধরিয়। মায়ের করাঙ্গুলি চলে পায় । চলিতে স্থলিত হৈয়া চারিপানে চায় ॥ জেননী-অঙ্গুলি ছাড়ি পড়ে মহীতলে । হাসিয়া জননী শীঘ্ৰ তুলি লয় কোলে ॥ অন্য বিপ্ৰপত্নী কহি সস্নেহ বচন । কোলে লৈয়া করে চারু বদনচুম্বন ৷ ঐছে পরম্পর শ্ৰীনিবাসে কোলে করি । যে আনন্দ মনে তাহ কহিতে না পারি ॥ একদিন লক্ষীপ্রিয়া মনের উল্লাসে । শ্ৰীনিবাস প্রতি কহে সুমধুর ভাষে ॥ অরে বাপ বল দেখি গোঁরবিশ্বম্ভর । লক্ষী-বিষ্ণুপ্রিয়াপতি শচীর কুমার ॥ গদাধর প্রাণনাথ শ্ৰীশ্ৰীবাসেঞ্চুর । শ্ৰীকৃষ্ণচৈতন্য নিত্যানন্দ হলধর ॥ বল দেখি শ্ৰীঅদ্বৈতপ্রভু দয়াময় । বল দেখি রtধtষ্কৃষ্ণ শ্ৰীনন্দতনয় ॥ শ্ৰীগোবিন্দ গোপীনাথ মদনমোহন । ঐছে কহে প্রভুপরিকর-নামগণ ॥ শুনি স্ত্রীনিবাস অতি উল্লাস অন্তরে । কিছু উচ্চারয়ে কিছু উচ্চারিতে নারে ॥ শুনি সে অমৃতবাক্য জুড়ায় শ্রবণ | পরম আনন্দে করে পুত্রের পালন ৷ পঞ্চ-বৎসরের হইলেন শ্ৰীনিবাস । পড়িতে চাহেন শুনি সবার উল্লাস ॥ বিদ্যারম্ভ করাইল কত দিন পরে। পড়া নামমাত্র অনায়াসে সব স্বরে। কত দিন পরে চুড়াকরণ হইল। ঐযজ্ঞোপবীত স্কন্ধে অদ্ভুত শোভিল । অল্পদিনে ব্যাকরণ কোষ অলঙ্কার । তর্কাদি পড়িল লোকে